ব্রাহ্মণবাড়িয়ায় অধ্যাপক হারুনুর রশীদের প্রয়াণ দিবস পালিত

সুমন আহম্মেদ ঃ
ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান, বিশিষ্ট শিক্ষাবিদ, কবি, গীতিকার, নাট্যকার, সাংস্কৃতিক সংগঠক ও বীর মুক্তিযোদ্ধা প্রয়াত অধ্যাপক এ.কে.এম হারুনুর রশীদের ১৪তম প্রয়াণ দিবসে গত শুক্রবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমীর মিলনায়তনে স্মরন সন্ধ্যা অনুষ্ঠিত হয়।

স্মরণ সন্ধ্যায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শামসুজ্জামান।

জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এস.আর. ওসমান গনি সজিবের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা আবুল কালাম ভূইয়া, সাহিত্য একাডেমীর সভাপতি কবি জয়দুল হোসেন, সম্মিলিত সাংস্কৃতিক জোট, ব্রাহ্মণবাড়িয়ার আহবায়ক সাংবাদিক আবদুন নূর, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আবু হোরায়রা, সাংবাদিক পিযুষ কান্তি আচার্য, বিশ্বজিৎ পাল বাবু প্রমুখ।

অনুষ্ঠানে অধ্যাপক এ.কে.এম হারুনুর রশীদ-এর লেখা ছড়াগান ও কবিতা আবৃত্তি করা হয়। অনুষ্ঠানে শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
###

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা..