ব্রাহ্মণবাড়য়ায় ক্যারামবোর্ড খেলা নিয়ে ছুরিকাঘাতে যুবকের নাড়িভূঁড়ি বের করে দিয়েছে প্রতিপক্ষ –

সুমন আহম্মেদঃ
ক্যারামবোড খেলা নিয়ে ছুরিকাঘাতে যুবকের নাড়িভূঁড়ি বের করে ফেলেছে ফাইজুল ইসলাম (২২) নামে এক যুবক।

সন্ধ্যা ৬.০০ ঘঃ ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ঘাটুরায় ক্যারামবোর্ড খেলা নিয়ে তর্কাতর্কি হওয়ার পর বাপ্পী (২২) নামে যুবককে ছুরিকাঘাত করে নাড়িভূঁড়ি রাস্তায় বের করে ফেলেন একই এলাকার তিন ভাই। গুরুত্ব আহত বাপ্পী সদর উপজেলার ঘাটুরা, গৌতমপাড়ার জরু মিয়ার ছেলে। সে ট্রাক ড্রাইভার হিসাবে কাজ করতো।

খোঁজ নিয়ে জানা যায়- গতকাল বিকালে ক্যারামবোর্ড খেলা নিয়ে রাইজুল ইসলামের(১৮) সাথে বাপ্পীর তর্কাতর্কি হওয়ার পর ফাইজুল ইসলাম(২০) বাপ্পীর পেটে ছুরিকাঘাত করে তারপর তার নাড়িভূঁড়ি বের হয়ে যায়। হামলাকারী ফাইজুল ইসলাম(২০), রাইজুল ইসলাম(১৮), সাইফুল ইসলাম(৩২) একই এলাকার মোহাম্মদ উল্লার ছেলে।

গরুত্ব আহত অবস্থায় বাপ্পীকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগরে চিকিৎসক ডাঃ ফাইজুর রহমান ফায়েজ বাপ্পীর অবস্থা আশংকাজনক হওয়ায় দ্রুত উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরন করেন।
###

2 responses to “ব্রাহ্মণবাড়য়ায় ক্যারামবোর্ড খেলা নিয়ে ছুরিকাঘাতে যুবকের নাড়িভূঁড়ি বের করে দিয়েছে প্রতিপক্ষ –”

  1. 60mg priligy says:

    Wo Kann Ich Viagra Kaufen

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা..