সুমন আহম্মেদঃ
সরাইলে যথাযথ ভাবে পালিত হয়েছে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০১৯।“তথ্য সবার অধিকার, থাকবে না কেউ পিছনে আর” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে বাংলাদেশ সরকার মন্ত্রী পরিষদ বিভাগের অংশিদারিত্বে, পিফোরডি প্লাটফরমস্ ফর ডায়ালগ প্রকল্পের আওতায় মিতালী, উপলদ্ধি, মেঘনা সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে সরাইল উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় দিবসটি পালন করা হয়েছে। এ উপলক্ষে নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে ম্যাপ সদস্য, জনপ্রতিনিধি,
সরকারি কর্মকর্তা কর্মচারি, প্রভাষক, শিক্ষক, সামাজিক সাংস্কৃতিক সংঘঠনের নেতৃবৃন্দের অংশ গ্রহনে সকাল ১০টায় তথ্য অধিকার বিষয়ক বিভিন্ন স্লোগান সম্বলিত প্লে-কার্ড, ব্যানার, ফেষ্টুন সহ একটি র্যালি বের হয়। র্যালিটি সরাইলের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে স্যাপ লিডার নারায়ণ চক্রবর্তীর সঞ্চালনায় মিতালীর সভাপতি মোহাম্মদ মাহবুব খান বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নির্বাহী কর্মকর্তা এএসএম মোসা। বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানদ্বয় (মহিলা) রোকেয়া বেগম, মো. আবু হানিফ মিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নোমান মিয়া, কৃষি কর্মকর্তা মো. জাহিরুল ইসলাম সরকার, প্রকল্পের জেলা সহায়ক (ডিএফ) শুশান্ত চন্ত্র দে রায়, উপলদ্ধির সভাপতি সঞ্জিব কুমার দেবনাথ,
মেঘনার সভাপতি মো. সামছুজ্জামান, শিক্ষক মো. রফিকুল ইসলাম মানিক, যুবলীগের সাবেক আহবায়ক মো. মাহফুজ আলী ও সাংবাদিক মো. শফিকুর রহমান প্রমূখ। বক্তারা আয়োজক তিন স্বেচ্ছাসেবী সংগঠনের সামাজিক কর্মকান্ডের প্রশংসা করে বলেন শুধু তিন ইউনিয়ন নয়, ভবিষ্যতে উপজেলার সকল ইউনিয়নে এ কর্মকান্ড চালানো প্রয়োজন। প্রধান অতিথি বলেন, সরকারি সকল দফতরই তথ্য সেবা দিতে প্রস্তুত।
তৃণমূলের সেবা গ্রহীতারা তথ্য নেয়ার বিষয়ে আরো উদ্যোগী হওয়া প্রয়োজন। তথ্যে উন্নতির কারণেই দেশ এগিয়ে যাচ্ছে। আর সরাইলের তিন সংঘঠন যে কাজ গুলো করছেন। এটা পাইলটিং প্রকল্প। তাদের সফলতায় ভবিষ্যতে আরো ভাল কিছু অপেক্ষা করছে। সবশেষে শিল্পী লালনের পরিবেশনায় মাদকসহ বিভিন্ন ধরনের গান দিয়ে চলে সাংস্কৃতিক অনুষ্ঠান।
###
Leave a Reply