সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ায় ডেঙ্গু প্রতিরোধে জেলা পুলিশের উদ্যোগে মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছনতা অভিযান শুরু হয়েছে।শনিবার বেলা ১১ টায় পুলিশ সুপারের কার্য্যালয় প্রাঙ্গনে মশার ঔষধ ছিটিয়ে অভিযান কর্মসূচীর উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান।
এ সময় পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান বলেন, ডেঙ্গু নিয়ে আতঙ্কিত না হয়ে সবাইকে ডেঙ্গু প্রতিরোধে কাজ করতে হবে। তিনি বলেন, ডেঙ্গুর প্রাদুর্ভাব যেন বিস্তৃত না হতে পারে সেজন্য সবাইকে সম্পৃক্ত করে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছি। আমাদের আশ-পাশ যেন পরিস্কার পরিচ্ছন্ন থাকে এ বিষয়ে জনগণকে সচেতন করতে হবে। তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে পুলিশের উদ্যোগ অব্যাহত থাকবে।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার ( সদর দফতর) আবু সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল কবির, সহকারী পুলিশ সুপার (বিশেষ শাখা) আলাউদ্দিন চৌধুরী, ডিআইও-১ (বিশেষ শাখা) ইমতিয়াজ আহম্মেদ ও সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
###
Leave a Reply