সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে কেরামবোর্ড খেলাকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে উভয়পক্ষের ৩০জন আহত হয়েছে।মঙ্গলবার দুপুরে উপজেলার হরষপুর ইউনিয়নের হাজীপুর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
এলাকাবাসী জানান, গত শনিবার কেরামবোর্ড খেলা নিয়ে হাজীপুর গ্রামের পূর্বপাড়ার মস্তু মিয়ার ছেলে আবেদের সাথে পশ্চিম পাড়ার শিশু মিয়ার ছেলে শরিফ মিয়ার হাতাহাতি হয়।
বিষয়টি মিমাংসা করতে সোমবার রাতে উভয়পক্ষ সালিশে বসে। সালিশে বিষয়টির নিষ্পত্তি না হওয়ায় মঙ্গলবার সকাল ৯টায় উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে দফায় দফায় সংঘর্ষে উভয়পক্ষের ৩০জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
আহতদের মধ্যে আব্দুল খালেক-(৮৫), লোকমান মিয়া-(৪৫), লিটন মিয়া-(২৫), মাসুক মিয়া-(৩৮), শামীম মিয়া-(২৬), আলী আহাম্মদ-(৪৬), আইয়ুব মিয়া-(৩৫), হুমায়ূন মিয়া-(৩০), মজিদ মিয়া-(৪৫), মুজিবুর রহমান-(৪২), নূরুল আমিন-(৩৫), মোঃ রাসেল-(২৫), জিয়াউর রহমান-(৩৫), সাচ্চু মিয়া- (৪০), আরব আলী-(৪০), জীবন মিয়া-(২৩) এবং সামসু মিয়া-(৪২) কে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়।
এ ব্যাপারে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়জুল আজিম বলেন, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রনে আছে। পুনরায় সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
###
buy priligy 60 mg
gabapentin nerve pain
https://prednisonebuyon.com/ – buy prednisone online overnight