সুুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মোঃ শওকত হোসেন ওরফে জসিম-(৩৮) নামে ইউনিয়ন পরিষদের এক সদস্যকে (মেম্বার) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত শুক্রবার রাত আড়াইটায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত শওকত হোসেন উপজেলার মেহারি ইউনিয়ন পরিষদের এক নং ওয়ার্ডের মেম্বার এবং উপজেলার যমুনা গ্রামের গোলাম মোস্তফার ছেলে।
নিহতের কন্যা জিদনী আক্তার সাংবাদিকদের বলেন, শুক্রবার দুপুরে তার বাবা বাড়ি থেকে বের হন। রাত সোয়া আটটার দিকে তার মা ফোন করলে তিনি জানান বাড়ি আসছেন। রাত সাড়ে নয়টার দিকে তারা খবর পান তার বাবার ( শওকত) উপর হামলা করা হয়েছে। আহতবস্থায় তাকে যুমনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে ফেলে রাখা হয়েছে।
পরে তাকে উদ্ধার করে প্রথমে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
নিহতের কন্যা জিদনী আক্তার আরো বলেন, “ আমার বাবা মারা যাওয়ার আগে হত্যাকারিদের নাম বলে গেছেন। পূর্ব বিরোধের জের ধরে তার বাবাকে খুন করা হয়েছে। তিনি পিতার হত্যাকারীদের বিচার দাবি করেন।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়ার সহকারি পুলিশ সুপার (কসবা সার্কেল) আব্দুল করিমের সাথে যোগাযোগ করলে তিনি হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, ধারণা করা হচ্ছে এলাকার আধিপত্য বিস্তার নিয়ে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তিনি বলেন, তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
###
Leave a Reply