সুমন আহম্মেদঃ
জাতীয় বাজেটে সংস্কৃতিখাতে বরাদ্দ বৃদ্ধির দাবিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর উদ্যোগে গতকাল শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিবাদি সংস্কৃতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় বঙ্গবন্ধু স্কয়ারের জাতীয় বীর আবদুল কুদ্দুস মাখন পৌর মুক্ত মঞ্চে আয়োজিত প্রতিবাদী সমাবেশে সভাপতিত্ব করেন জেলা উদীচীর সহ-সভাপতি শাহজাহান সোহেল।
সমাবেশে বক্তব্য রাখেন সাহিত্য একাডেমীর সভাপতি কবি জয়দুল হোসেন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক আবদুন নূর, জেলা সিপিবির সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম, আনিছুল হক রিপন, আহমদ হোসেন প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন জেলা উদীচীর সভাপতি জহিরুল ইসলাম স্বপন। আলোচনা শেষে গণ সঙ্গীত পরিবেশন করে উদীচীর শিল্পীরা।
###
Leave a Reply