সুমন আহম্মেদঃ
আগামী ১৮ জুন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা পরিষদের নির্বাচন। সুষ্ঠ ও শান্তিপূর্ন পরিবেশে নির্বাচন স¤পন্ন করার জন্য সোমবার নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও নির্বাচনে রিটার্নিং অফিসার সাহেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ২৫ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মোঃ গোলাম কবির, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আলমগীর হোসেন, আনসার ভিডিপি’র উপ-পরিচালক সজল চাকমা।
বক্তব্য রাখেন নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট তানভীর ভূইয়া, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নাছিমা লুৎফুর রহমান, ভাইস চেয়ারম্যান প্রার্থী মৃনাল চৌধুরী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান বলেন, বিজয়নগর উপজেলা পরিষদের নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ন পরিবেশে অনুষ্ঠিত হবে। প্রশাসনের পক্ষ থেকে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ন করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে।
###
Leave a Reply