-
- নিউজরুম, ব্রাহ্মণবাড়িয়া সদর
- ব্রাহ্মণবাড়িয়ায় নিবন্ধিত জেলেদের মাঝে ছাগল বিতরন
- আপডেট সময় February, 27, 2019, 5:46 pm
- 437 বার পড়া হয়েছে
botvনিউজ:
বৃহত্তর কুমিল্লা জেলায় মৎস্য উন্নয়ন প্রকল্পের অধীনে নিবন্ধিত জেলেদের মাঝে বিকল্প আয় বর্ধনমূলক কার্যক্রম হিসেবে গতকাল মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা প্রাঙ্গণে উপজেলা মৎস্য অফিসের বাস্তবায়নে ছাগল বিতরন করা হয়েছে।
এ উপলক্ষে আলোচনা সভা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পঙ্কজ বড়ুয়া। সিনি:উপজেলা মৎস্য কর্মকর্তা মো সহিদুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মো মামুনুর রশিদ,
কুমিল্লা প্রকল্প সহকারি পরিচালক সামসুুউদ্দিন বাবু।
অনুষ্ঠানে সদর উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দসহ নিবন্ধিত জেলেরা উপস্থিত ছিলেন।প্রধান অতিথি বক্তব্যে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পঙ্কজ বড়ুয়া বলেন, বাংলাদেশে ছাগল পালনের মাধ্যমে দরিদ্রতা হ্রাস, মাংশ উৎপাদন বৃদ্ধি ও বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। যদি এই ছাগলগুলো সুন্দরভাবে লালন-পালন করেন অবশ্যই আপনাদের সংসারে সচ্ছলতা ফিরবে।
পরে মৎস্য উন্নয়ন প্রকল্পের অধীনে নিবন্ধিত জেলেদের মধ্যে বিকল্প আয় বর্ধনমূলক কার্যক্রম হিসেবে ছাগল বিতরন করা।
###
এই বিভাগের আরো খবর
Leave a Reply