botvনিউজ:
ব্রাহ্মণবাড়িয়ায় কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বের গুনাবলি বিকাশের লক্ষ্যে জেলার ১ হাজার ১শত ৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন বুধবার অনুষ্ঠিত হয়। জেলার প্রতিটি বিদ্যালয়েই উৎসবমুখর পরিবেশে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোট গ্রহণ চলে।
নির্বাচনে ভোট গ্রহনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, ম্যাজিস্ট্রেট সবই ছিল বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সকাল সাড়ে ৯টায় সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চিনাইর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন পর্যবেক্ষণ করেন সদর উপজেলা নির্বাহী অফিসার পঙ্কজ বড়–য়া। এ সময় উপজেলা শিক্ষা অফিসার আবদুস সামাদ আকন্দ, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এম.এ.এইচ মাহবুবু আলম উপস্থিত ছিলেন।
বেলা ১১টায় পৌর এলাকার আদর্শ কেজি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্ড কাউন্সিল নির্বাচন পর্যবেক্ষণ করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুব্রত কুমার বনিক।
এদিকে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন উপলক্ষে প্রতিটি বিদ্যালয় সাজানো হয় বর্নিল সাজে। জানা গেছে, স্টুডেন্ট কাউন্সিলে নির্বাচিতরা শিক্ষার্থীদের স্বাস্থ্য, পরিস্কার পরিচ্ছন্নতা, পানি, ফুলের বাগান, পাঠ্য বই, আপ্যায়ন ইত্যাদি বিষয়ে দেখভাল করবেন।
###
Leave a Reply