botvনিউজ:
ব্রাহ্মণবাড়িয়ায় শিশু কিশোর সংগঠন “শিশু নাট্যম” এর উদ্যোগে সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের সিতানগর গ্রামের তিতাস নদীর তীরে অনুষ্ঠিত তিনদিন ব্যাপী শীতকালীন চিত্রাংকন প্রশিক্ষণ ক্যাম্প শনিবার দুপুরে সমাপ্ত হয়েছে।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি খ.আ.ম রশিদুল ইসলাম।
শিশু নাট্যমের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নিয়াজ মুহাম্মদ খান বিটুর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আরজু, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মনজুরুল আলম, ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি পিযুষ কান্তি আচার্য, সাংবাদিক জাবেদ রহিম বিজন, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন জামি। স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বাহারুল ইসলাম মোল্লা। শুভেচ্ছা বক্তব্য রাখেন চারুকলা প্রশিক্ষক দীপ্ত মোদক। সাংবাদিক, শিক্ষক, অভিভাবকসহ সমাজের সকল শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এর আগে গত বৃহস্পতিবার তিনদিন ব্যাপী প্রশিক্ষণ ক্যাম্প শুরু হয়। ক্যাম্পে শিশুদেরকে প্রকৃতির সান্নিধ্যে থেকে ছবি আঁকা, সংগীত, শুদ্ধ উচ্চারন, আবৃত্তি ও ফটোগ্রাফি বিষয় শেখানো হয়।
শিশু নাট্যমের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক নিয়াজ মুহাম্মদ খান বিটু জানান, তিনদিনব্যাপী এই প্রশিক্ষণ ক্যাম্পে দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
###
Leave a Reply