নাসিরনগরে আলোর ফেরিওয়ালার কার্যক্রম শুরু

botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সাধারণ মানুষের বাড়ি বাড়ি ভ্যানে করে পল্লী বিদ্যুৎ সংযোগ ও মিটার পৌঁছে দিতে আলোর ফেরিওয়ালা কার্যক্রম শুরু হয়েছে।

“শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ” এই শ্লোগানকে সামনে রেখে গতকাল বুধবার সকালে পল্লী বিদ্যুৎ সমিতির নাসিরনগর সাব-জোনাল অফিসের উদ্যোগে উপজেলা সদরের কুলিকুন্ডা গ্রামে এই ভ্রাম্যমাণ ফেরিওয়ালার উদ্বোধন করা হয়। নাসিরনগর সাব-জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার মোঃ নজরুল ইসলাম এই কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় প্রকৌশলী আবদুল্লাহ বাকী, ওয়ারিং পরিদর্শক মোঃ মানিক মিয়াসহ সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

খোঁজ নিয়ে জানা গেছে, এখন থেকে বিদ্যুৎ অফিসে না গিয়ে এই ভ্রাম্যমাণ ফেরিওয়ালা থেকে মিটার সংযোগসহ সকল সুবিধা পাওয়া যাবে। গ্রাহকের প্রয়োজনীয় কাগজপত্র উপস্থিত থাকলেই তাৎক্ষণিকভাবে মিলবে এই সেবা।

এজিএম মোঃ নজরুল ইসলাম জানান, আলোর ফেরিওয়ালার মাধ্যমে বিদ্যুৎ এলাকা ও বাড়ি ঘরে স্বল্পসময়ে বিদ্যুৎ সংযোগ দেয়া আমাদের অঙ্গীকার। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। বিদ্যুৎ সংযোগ পাওয়ার জন্য কাউকে কোনো টাকা প্রদান না করার জন্য তিনি গ্রাহকদের প্রতি অনুরোধ করেন।
###

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা..