-
- নিউজরুম, ব্রাহ্মণবাড়িয়া সদর
- ব্রাহ্মণবাড়িয়ার সড়কে প্রান গেল অটোরিকশার ২ যাত্রীর
- আপডেট সময় January, 23, 2019, 5:46 pm
- 509 বার পড়া হয়েছে
botvনিউজ:
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের মিরহাটি এলাকায় বাসচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন।
বুধবার (২৩ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন—ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার কান্দিপাড়ার গফুর মিয়ার ছেলে সাবু মিয়া (২৫) ও একই এলাকার বারেক মিয়ার ছেলে সাচ্চু মিয়া (৩৫)।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসেন সরকার এ তথ্য নিশ্চিত করে বলেন।
দুপুরে দিগন্ত পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা অপর একটি যাত্রীবাহী অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত হন। নিহত দুইজনই পুরুষ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত দুইজনকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে। ঘাতক বাসটিকে আটক করা হলেও চালক পালিয়ে গেছে বলে তিনি জানান।
###
এই বিভাগের আরো খবর
Leave a Reply