botvনিউজ:
ব্রাহ্মণবাড়িয়ায় অগ্নিকান্ডে একটি মার্কেটের ১০ দোকান ভস্মীভূত হয়েছে। গত বৃহস্পতিবার গভীর রাতে শহরের আনন্দবাজারে এই অগ্নিকা-ের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।
পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে রয়েছে মুদি মাল, খৈল-ভুষি, সেলুন ও মোবাইল ফোনের দোকান।
ক্ষতিগ্রস্ত দোকানী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত তিনটার দিকে আনন্দ বাজারের একটি দোকানে আগুন লাগে। পরে মুহুর্তের মধ্যেই আগুন ছড়িয়ে যায় পার্শ্ববর্তী দোকানগুলোতে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় অগ্নিকা-ে বাজারের ১০টি দোকান পুড়ে যায়।
ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা সাকেরিন হায়দার বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত।
###
Leave a Reply