botvনিউজ:
মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, কবি, গীতিকার, নাট্যকার, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ও ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমির প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক অধ্যাপক এ কে এম হারুনুর রশিদের ১৩তম মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার। এ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমী, জেলা শিল্পী সংসদ ও তিতাস আবৃত্তি সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়েছে।
জেলা শিল্পকলা একাডেমীর উদ্যোগে বৃহস্পতিবার বিকেল ৪টায় শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভা, ব্রাহ্মণবাড়িয়া শিল্পী সংসদের উদ্যোগে আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটায় স্থানীয় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে স্মরনসভা অনুষ্ঠিত হবে।
তিতাস আবৃত্তি সংগঠনের উদ্যোগে আজ বৃহস্পতিবার সকাল ৮টায় পৌর এলাকার শেরপুর কবরস্থানে পুষ্পস্তবক অর্পন ও সকাল সাড়ে ১০টায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষাচত্বরে কথা-কবিতায় অধ্যাপক এ কে এম হারুনুর রশিদকে স্মরণ করা হবে।
###
Leave a Reply