botvনিউজ:
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর ১০টি উদ্যোগ জনসাধারনের সামনে তুলে ধরতে “সৃজনে উন্নয়নে বাংলাদেশ”শীর্ষক দিনব্যাপী উন্নয়ন র্যালি, সাংস্কৃতিক উৎসব ও লোকজ মেলা অনুষ্ঠিত হয়।
সকালে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল কবিরের নেতৃত্বে এক র্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল কবিরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা হামিদা লতিফ পান্না, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজিদুর রহমান, নাসিরনগর সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ আলমগীর, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ডাঃ রাফিউদ্দিন আহমেদসহ সরকারি-বে-সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক,সাংবাদিকসহ এলাকার গন্যমান ব্যক্তিবর্গ। মেলায় সরকারের উন্নয়ন চিত্র প্রদর্শনীর পাশাপাশি ঐতিহ্যবাহি মোরগ লড়াই, লাঠি খেলা, সাপের খেলা অনুষ্ঠিত হয়। বিকালে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
###
Leave a Reply