ব্রাহ্মণবাড়িয়ায় রহস্যজনক গ্যাসক্রিয়ায় চার স্কুল ছাত্রী অচেতন

botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়ায় রহসজনক গ্যাস ক্রিয়ায় চার ছাত্রী অচেতন হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টায় সদর উপজেলার বাসুদেব বহুমখী উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। পরে তাদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

ছাত্রীরা হলেন, ওই বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী কামরুন নাহার রিমি-(১৩), নুসরাত হায়দার জয়া-(১৩) তনিমা আহমেদ-(১৪) ও শাহীনুর আক্তার-(১৪)।
এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম কামাল উদ্দিন বলেন, সকালে অষ্টম শ্রেনীকক্ষে কয়েকজন ছাত্রী অচেতন হয়ে পড়লে শিক্ষরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদেরকে উদ্ধার করে। ছাত্রীরা আতর জাতীয় কোন কিছুর গন্ধ পাওয়ার কথা বললেও আমরা সেখানে সে ধরনের কোন কিছু পাইনি। আমরা তাদেরকে দ্রুত জেলা সদর হাসপাতালে নিয়ে যাই।

এ বিষয়ে জেলা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. এ. বি. এম মুসা চৌধুরী বলেন, আমারা তাদেরকে পর্যবেক্ষণে রেখেছি। প্রাথমিকভাবে কোন ধরণের গ্যাসের প্রভাবের লক্ষণ আমরা পাইনি।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নবীর হোসেন বলেন, আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
###

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা..