botvনিউজ:
নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের চলমান বিক্ষোভের মধ্যে দ্বিতীয় দিনের মতো শনিবারও বাস ও চালকদের নিরাপত্তার কারন দেখিয়ে ব্রাহ্মণবাড়িয়া থেকে দূর পাল্লার বাস চলাচল বন্ধ রেখেছে ব্রাহ্মণবাড়িয়ার পরিবহন মালিক-শ্রমিকরা।
পরিবহন নেতারা জানিয়েছেন, বাস ও চালকদের নিরাপত্তার স্বার্থে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। শনিবার সকাল থেকে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ভাদুঘর পৌর বাস টার্মিনাল, পৈরতলা বাস স্ট্যান্ড ও মেড্ডা বাস ষ্ট্যান্ড থেকে ঢাকা, সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম অভিমুখী কোনো বাস চলাচল করেনি। এতে করে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।
পৈরতলা বাস স্ট্যান্ডের তিতাস ট্রান্সপোর্ট, উত্তরা পরিবহন, রয়েল কোচ, তিশা ও সোহাগ পরিবহনের বাস কাউন্টার সকাল থেকেই বন্ধ ছিল।
এদিকে বাস চলাচল না করায় যাত্রীরা বিকল্প যানবাহনে যাতায়াত করছেন। এতে করে তাদেরকে অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে।
এ ব্যাপারে জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ সেলিম মিয়া জানান, বাস এবং চালকদের নিরাপত্তা নিশ্চিত না করা পর্যন্ত চালকরা বাস চালাতে অপারগতা প্রকাশ করছেন। তাই আমরা বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছি।
###
Leave a Reply