এক নজরে সরাইল উপজেলা

আয়তন-২১৫.২৮ বর্গ কিঃমিঃ

জনসংখ্যা-২,৭১,১০১ জন

 

খানা-৪৮,৮২২টি

ইউনিয়ন-০৯টি

মৌজা-৮০টি

সরকারী হাসপাতাল-০১টি

উপ-স্বাস্থ্য কেন্দ্র -০৫টি

কমিউনিটি ক্লিনিক-১৫টি

পোষ্ট অফিস-০১টি,শাখা অফিস- ০৬টি

নদ-নদীঃ তিতাস নদী ও মেঘনা নদী।

হাট বাজার-১৪টি

নৌকাঘাট-০২টি

ব্যাংক-সোনালী ব্যাংক-০১টি

জনতা ব্যাংক-০৩টি

কৃষি ব্যাংক – ০২টি

মোট আবাদযোগ্য জমিঃ ১৬,৮২৬ হেক্টর।

ফসলের নিবিড়তাঃ ১৬৯%।

খাদ্য উৎপাদনঃ ৭৭,৩২৩ মেঃটন।

 

শিক্ষা :

সরকারী প্রাথমিক বিদ্যালয়-৮১টি

বেসরকারী প্রাথমিক বিদ্যালয়-৪৩টি

কিন্ডারগার্টেন-০৮টি

উচ্চ বিদ্যালয় সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়-০১টি

এবতেদায়ী মাদ্রাসা-০৪টি

দাখিল মাদ্রাসা-০২টি

উচ্চ বিদ্যালয়-১৫টি

নিম্ন মাধ্যমিক বিদ্যালয়-০৬টি

মহাবিদ্যালয়-০২টি

কমিউনিটি বিদ্যালয়-০৮টি

বয়স্ক প্রকল্পের আনন্দ স্কুল-৭৮টি

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা..