আশুগঞ্জে পাচারের অভিযোগে সার জব্দ

botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পাচারের অভিযোগে ট্রাকসহ চারশ’ বস্তা টিএসপি সার জব্দ করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই সার পরিবহনকারিকে ২০ হাজার টাকা জরিমানা ও জব্দকৃত সার নিলামে বিক্রি করে দেয়া হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুরে আশুগঞ্জ টোল প্লাজা এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এ সময় সার ভর্তি এসএ পরিবহন ও নোমান পরিবহনের দুইটি ট্রাক আটক করা হয়। নোমান পরিবহনে বোঝাই সারের কাগজপত্র থাকায় এগুলো ছেড়ে দেয়া হয়। অন্যদিকে এসএ পরিবহন সংশ্লিষ্টরা কাগজপত্র দেখাতে পারেনি।
রাতে সহকারি কমিশনার (ভূমি) শাহীনা আক্তারের ভ্রাম্যমাণ আদালত ট্রাক সংশ্লিষ্ট এনামুল মিয়াকে ২০ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া জব্দকৃত সার গতকাল সোমবার নিলামে বিক্রি করে দেয়া হয়।

এ ব্যাপারে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ বদরুল আলম তালুকদার বলেন, ‘সারগুলো অবৈধভাবে এক জায়গার বদলে অন্য জায়গায় যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ট্রাকসহ সার আটক করে মনিটরিং কমিটির কাছে তুলে দেয়া হয়। পরে তাঁরা যথাযথ ব্যবস্থা নেন।
###

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা..