অংকুর-অন্বেষা বিদ্যাপীটের ইফতার মাহফিলে মোকতাদির চৌধুরী এমপি

Botvনিউজ:

পুঁথিগত বিদ্যা নয়, শিক্ষার্থীদেরকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে , মোকতাদির চৌধুরী এমপি ।

আধুনিক ও মানসম্মত শিক্ষার অঙ্গিকার নিয়ে পৌর এলাকার পুনিয়াউটে প্রতিষ্ঠিত অংকুর-অন্বেষা বিদ্যাপীট (স্কুল এন্ড কলেজ) এ গতকাল মঙ্গলবার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার অভাবনীয় উন্নয়নের রূপকার, বাংলাদেশ আওয়ামীলীগের কার্য নির্বাহী কমিটির সদস্য, বিশিষ্ট লেখক, মুক্তিযোদ্ধা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও জেলা আওয়ামীলীগের সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও মাউশির অবসরপ্রাপ্ত ডিজি প্রফেসর ফাহিমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার আবদুল মান্নান, জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন খান পিপিএম.বিপিএম, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ হানিফ, ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ এ.এস.এম শফিকুল্লাহ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুব্রত কুমার বনিক, ব্রাহ্মণবাড়িয়ার গবেষক মুহম্মদ মুসা, সমবায় ব্যাংকের ভাইস চেয়ারম্যান চৌধুরী আফজাল হোসেন নিসার, সদর বিআরডিবির চেয়ারম্যান এম.এ.এইচ মাহবুব আলম প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রফেসর মঞ্জুরা বেগম।

ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মোকতাদির চৌধুরী এমপি বলেন, মোকতাদির-ফাহিমা কল্যাণ ট্রাস্ট পরিচালিত অংকুর-অšে¦ষা বিদ্যাপীট ইতিমধ্যেই শিক্ষাক্ষেত্রে নতুন ধারার, ইতিবাচক ধারার সৃষ্টি করেছে। তিনি বলেন, মানসম্মত শিক্ষার কোন বিকল্প নেই। তিনি শিক্ষার্থীদেরকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করে গড়ে তুলতে শিক্ষকদের প্রতি আহবান জানান। মোকতাদির চৌধুরী এমপি আরো বলেন, বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার।

শিক্ষার উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করছে। তিনি বলেন, প্রতিযোগীতাময় বিশ্বে টিকে থাকতে হলে শিক্ষার কোন বিকল্প নেই। তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, শুধু পুঁথিগত বিদ্যা নয়, শিক্ষার্থীদেরকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। তাদের মনে দেশপ্রেম জাগ্রত করতে হবে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগন উপস্থিত ছিলেন।

3 responses to “অংকুর-অন্বেষা বিদ্যাপীটের ইফতার মাহফিলে মোকতাদির চৌধুরী এমপি”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা..