তৃণমূলের মানুষের ভাগ্যোন্নয়নে সমবায়ের বিকল্প নেই

botv নিউজঃ

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের (বিআরডিবির) ৪৬তম বার্ষিক সাধারণ সভা  সোমবার বিআরডির কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সদর বিআরডিবির সভাপতি এম.এ.এইচ মাহবুব আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় বক্তব্য রাখেন উপজেলা ভারপ্রাপ্ত পল্লী উন্নয়ন কর্মকর্তা ফারুক-ই-আজম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জীবন কুমার ভট্টাচার্য, উপজেলা সমবায় অফিসার আবদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুব আলমসহ বিভিন্ন সমবায় সমিতির সভাপতি, ম্যানেজারসহ সমবায়ীগন। সভায় সদর বিআরডিবির কর্মকর্তা-কর্মচারীগন উপস্থিত ছিলেন।
সভায় সভাপতির বক্তব্যে এম.এ.এইচ মাহবুব আলম বলেন, তৃণমূলের মানুষের ভাগ্যোন্নয়নে সমবায়ের বিকল্প নেই। তিনি বলেন, সদর উপজেলা বিআরডিবি তৃণমূলের ভাগ্যোন্নয়নে কাজ করছে। তিনি ঋণের  টাকা সময়মতো পরিশোধ করে অন্যকে ঋণ পেতে সহায়তা করার আহবান জানান। সভায় উপজেলার বিভিন্ন সমবায় সমিতির ম্যানেজার ও সভাপতিকে পুরষ্কৃত করা হয়।

সভা পরিচালনা করেন জুনিয়র অফিসার (হিসাব) মোক্তার হোসেন।

##

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা..