-
- নিউজরুম, বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া সদর
- জীবন্ত কিংবদন্তী নেতার জন্মদিন উদযাপন করেছে brahmanbariaonlinetv
- আপডেট সময় January, 20, 2018, 9:45 pm
- 590 বার পড়া হয়েছে
botvনিউজ:
ব্রাহ্মণবাড়িয়া রাজনৈতিক অঙ্গনের জীবন্ত কিংবদন্তী ব্রাহ্মণবাড়িয়া মাটি ও মানুষের নেতা বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর জন্মদিন উপলক্ষে brahmanbariaonlinetv studio তে প্রিয়নেতার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করে কেককাটা হয়।
অনলাইন টিভি’র প্রকাশক ও সম্পাদক হাবিবুর রহমান পারভেজের পরিচালনায় অনুভূতি প্রকাশ করেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, যুগ্ম সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, জেলা নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা রতন কান্তি দত্ত,সময় টেলিভিশনের ক্যামেরাম্যান জুয়েলুর রহমান ও জেলা ছাত্রলীগনেতা মো: ইমরান মিয়া।
এসময় উপস্থিত ছিলেন আ ব র নি সংগঠনের সদস্য সফিকুল হক শাকিল, মো: ইদ্রিস মিয়া, সুমন আহমেদ, হেলাল আহমেদ, সালে উদ্দিন সালেক ও রাজীব ।
এই বিভাগের আরো খবর
Leave a Reply