botv নিউজ:
ব্রাহ্মণবাড়িয়া অনলাইন টিভি স্টুডিও তে বিশিষ্ট দলীল লেখক ও বিওটিভি”র সাংবাদিক সফিকুল হক সাকিলের জন্মদিন পালন করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় অনলাইন টিভি’র অস্থায়ী কার্যালয়ে কেক কেটে ও মিষ্টিমুখ মাধ্যমে জন্মদিন উদযাপন করা হয়। জন্মদিনে সহকর্মী ও বন্ধু-বান্ধব সহ ব্রাহ্মণবাড়িয়ার উদীয়মান ব্যাক্তিবর্গ উপস্থিত থেকে সাকিলের দীর্ঘায়ূ ও সুস্বাস্থ্য কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া অনলাইন টিভি’র প্রকাশকও সম্পাদক সাবেক ছাত্রনেতা হাবিবুর রহমান পারভেজ, বিশিস্ট সাংবাদিক মাসুক হৃদয়,জেল ছাত্রলীগের সদ্য সাবেক সাধারন সম্পাদক মো: রাসেল মিয়া, সুপার ক্রিসেন্ট ক্লিনিক এর মো: ইদ্রিস মিয়া, আদর্শ কিন্ডার গার্টেন এর সহকারী শিক্ষক তাসলিমা বেগম, অংকুর অন্বেষা বিদ্যাপীঠের সহকারী শিক্ষক ও আবৃত্তিশিল্পী শারমিন সুলতানা, বাংলা নিউজ২৪ এর জেলা প্রতিনিধি মেহেদি নুর পরশ, একটি বাড়ি একটি খামার প্রকল্পের সিও নজরুল ইসলাম, আ ব র নি সংগঠনের সুমন আহমেদ. হেলাল আহমেদ ও আবু সালেক ।
Leave a Reply