ব্রাহ্মণবাড়িয়াঃ
পল্লী সঞ্চয় ব্যাংক ব্রাহ্মণবাড়িয়া জেলা আঞ্চলিক কর্মকর্তা জনাব সানা উল্লাহ কে  সংবর্ধনা প্রদান করেন জুনিয়র অফিসার এসোসিয়েশন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা।
বৃহস্পতিবার (১১ জুলাই) বেলা ১১টায় পল্লী সঞ্চয় ব্যাংক এর জেলা আঞ্চলিক কার্যালয়ে
জেলা আঞ্চলিক কর্মকর্তার সুদক্ষ পরিচালনায়
২০২৩-২৪ অর্থ বছরে জেলার ৯ টি শাখায় ২ কোটি ৯ লক্ষ টাকা লাভবান হওয়ায় জুনিয়র অফিসার এসোসিয়েশনের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়৷
এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর অমৃত লাল সাহা৷
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব সভাপতি (ভারপ্রাপ্ত) মো: জসিম উদ্দিন, জেলা নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রতন কান্তি দত্ত, জেলা খেলাঘরের সাধারণ সম্পাদক নীহার রঞ্জন সরকার, ডেইলি স্টারের জেলা প্রতিনিধি মাসুক হৃদয়।
এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক ইফেখার রিফাত, নিশাদুল ইসলাম নিশাদ, নাসিফ জাবেদ নীলয় ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা মাঠ সহকারী।
এসময় প্রধান অতিথি অমৃত লাল সাহা বলেন, আজকে আমাদের অর্থনীতির জীর্ণ দশা, অর্থনীতির যে নিম্নমুখী অবস্থা এর মধ্যে নিঃসন্দেহে এটি একটি প্রশংসার কাজ। এটি বাংলাদেশের অর্থনীতিতে গতি সঞ্চার করবে।
সেই সাথে সালা উল্লাহ কে কেন্দ্রীয় ভাবে শ্রেষ্ঠ জেলা অফিসার হিসেবে মনোনীত করার জন্য পল্লী সঞ্চয় ব্যাংকের উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানান।
পল্লী সঞ্চয় ব্যাংক জুনিয়র অফিসার এসোসিয়েশনের সভাপতি হাবিবুর রহমান পারভেজ সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: তৈয়বুর রহমান ভূঁইয়া পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত সকল জুনিয়র অফিসার গনকে কবি জয়দুল হোসেন এর লেখা কাব্যগ্রন্থ ‘মায়ের বুকের দুধের নহর’ উপহার দেওয়া হয়।

ব্রাহ্মণবাড়িয়া জেলা আঞ্চলিক কর্মকর্তা সানা উল্লাহ কে কেন্দ্রীয় ভাবে শ্রেষ্ঠ জেলা অফিসার মনোনীত করার দাবী

বিওটিভি নিউজ :

পল্লী সঞ্চয় ব্যাংক ব্রাহ্মণবাড়িয়া জেলা আঞ্চলিক কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোহাম্মদ সানা উল্লাহ কে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন শাখা ব্যবস্থাপকগন।

সোমবার বেলা ১১ টায় ব্যাংক এর স্থায়ী কাযর্যালয়ে গত ২০২৩-২০২৪ অর্থ বছরে জেলার সব কয়টি শাখা লাভবান হওয়ায় তাকে এই সংবর্ধনা দেওয়া হয়।

এই বছর পল্লী সঞ্চয় ব্যাংক ব্রাহ্মণবাড়িয়া জেলার নীট লাভের পরিমান ২ কোটি ৯ লাখ টাকা।

এসময় উপস্থিত ছিলেন ৯ টি শাখার শাখা ব্যবস্থাপক ও দায়িত্ব প্রাপ্ত জুনিয়র অফিসার গন।
তারা বলেন ডিও মহোদয়ের আঅক্লান্ত পরিশ্রম ও সঠিক দিক নির্দেশনায় এই অর্জন সম্ভব হয়েছে।

তাকে কেন্দ্রীয় ভাবে শ্রেষ্ঠ জেলা অফিসার হিসেবে মনোনীত করার জন্য পল্লী সঞ্চয় ব্যাংকের উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানান।

জেলার সবকটি শাখা লাভবান হাওয়ায় ডিও সানা উল্লাহকে সম্মাননা প্রদান

ফেসবুকে আমরা..