স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় হাসপাতালের দুই দালালকে আটক করে কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবদুল্লাহ আল বাকীর নেতৃত্বে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে হাসপাতাল চত্ত্বর থেকে দুই দালালকে আটক করা হয়। এরা হলেন পৌর এলাকার শিমরাইলকান্দি গ্রামের মৃত হেবজু মিয়ার ছেলে রাসেল বকসী (২৭) ও হালদারপাড়ার মস্তু মিয়ার ছেলে মামুন (৪৫)।
পরে আটক দু’জন নিজেদের দোষ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে ১ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করে।
এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবদুল্লাহ আল বাকী বলেন, ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে আসা সাধারণ রোগীদেরকে হয়রানি ও দালালী করার অপরাধে তাদেরকে আটক করা হয়। তাদের কাছে বিভিন্ন বেসরকারি হাসপাতালের অসংখ্য ভিজিটিং কার্ড পাওয়া যায়। পরে তাদের উভয়কেই একমাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।