স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্থ ১২০জন কৃষকের মধ্যে ২০ কেজি করে সার, ৫ কেজি বীজ ও নগদ ১ হাজার করে টাকা দেয়া হয়। এছাড়া ১১জনের মধ্যে ৩ বান্ডিল করে টিন ও নগদ ৯হাজার টাকা করে বিতরণ করা হয়। শনিবার দুপুরে উপজেলার বায়েক ইউনিয়নের শেরে বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
স্থানীয় সংসদ সদস্য ও আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অনুষ্ঠানের উদ্বোধন করেন।
জেলা প্রশাসক হায়াত-উদ দৌলা খানের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার উপ-পরিচালক রবিউল হক মজুমদার, কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট রাশেদুল কাওসার ভুইয়া জীবন, পৌর মেয়র এমরান উদ্দিন জুয়েল, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মনির হোসেন , থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলমগীর ভুইয়া, উপজেলা কৃষি অফিসার হাজেরা বেগম প্রমুখ।