স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে “রণাঙ্গণ” নামে একটি মুক্তিযুদ্ধ বিষয়ক পত্রিকা বের করেছে উপজেলা শিল্পকলা একাডেমী।
এ উপলক্ষে রোববার সকালে সামাজিক দূরত্ব বজায় রেখে সংক্ষিপ্ত পরিসরে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। একই অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক পদে পদোন্নতিপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর-এ-আলমকে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর-এ-আলমের সভাপতিত্বে ও পত্রিকার সম্পাদক বিশ্বজিৎ পাল বাবুর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে পত্রিকাটি উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা মোঃ জমসেদ শাহ্।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন আখাউড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ মানিক মিয়া, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ আবদুল মমিন বাবুল, আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ফারহানা নূর স্বর্ণা, উপজেলা শিল্পকলা একাডেমির সাধারন সম্পাদক মোঃ খোরশেদ আলম।
অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, নাছরীন নবী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবব্রত বনিক, পৌর যুবলীগের সাধারন সম্পাদক মোঃ আবু কাউছার ভূইয়া, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক চন্দন কুমার ঘোষ, প্রেসক্লাবের সহ-সভাপতি জুটন বনিক, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ সাইফুল ইসলাম, সঙ্গীত শিক্ষক দিলীপ কুমার দেবনাথ, রক্তদানের সংগঠন আত্মীয় এর প্রতিষ্ঠাতা সমীর চক্রবর্তী প্রমুখ। অনুষ্ঠানে লেখকসহ সার্বিক সহযোগিতাকারিদের সম্মাননা দেয়া হয়।
করোনা পরিস্থিতির কারনে অনুষ্ঠানে শুধুমাত্র লেখক ও বিজ্ঞাপন দাতাসহ ২২ জনকে আমন্ত্রণ জানানো হয়। অনুষ্ঠানে শুদ্ধাচার পুরষ্কার পাওয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর-এ-আলমকে শিল্পকলা একাডেমির সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।