স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া

“চাই সকল শিশুর আনন্দ, উজ্জ্বল সুন্দর ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের উদ্যোগে করোনা ভাইরাস থেকে রক্ষায় মিলাদ ও দোয়া মাহফিল হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে স্থানীয় ডাকবাংলোর কনফারেন্স রুমে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিল শেষে পবিত্র রমজান মাস উপলক্ষে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ইফতার, ঈদ বস্ত্র, মাস্ক ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
দোয়া মাহফিলে করোনা মহামারী থেকে রক্ষায় দেশবাসী ও বঙ্গবন্ধুর পরিবারবর্গ স্থানীয় সংসদ সদস্য বি.এম. ফরহাদ হোসেন সংগ্রামের জন্য বিশেষ দোয়া করা হয়।
মোনাজাত পরিচালনা করেন দাতঁমন্ডল এরফানিয়া সিনিয়র আলিম মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা এখলাছুর রহমান। মিলাদ মাহফিল ও মাস্ক,ঈদ সামগ্রী বিতরনের সময় প্রভাষক নির্মল চৌধুরী, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের মোঃ সাদ্দাম হোসেনসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

নাসিরনগরে বিশেষ দোয়া ও সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ


স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সড়ক দুর্ঘটনায় পা ভেঙ্গে শারীরিক প্রতিবন্ধী হয়ে পড়া অটোরিকশা চালক তোবারক হোসেন (৪০) এর পাশে দাড়িয়েছে ‘মানবিক সরাইল’ নামের সংগঠনটি। তোবারক হোসেন সরাইল সদর ইউনিয়নের সৈয়দটুলা গ্রামের বাসিন্দা। পঙ্গু হয়ে যাওয়ার পর তিনি বেকার হয়ে পড়েছেন। চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে তিনি শেষ সম্বলও খুঁইয়েছেন। এখন একেবারেই নিঃস্ব।
তোবারকের এই দুঃ সময়ে তার পাশে দাঁড়িয়েছেন ‘মানবিক সরাইল’ নামের সংগঠনটি। কঠিন এই দুঃসময়ে তারা প্রতিবন্ধী তোবারকে দিয়েছেন একটি ব্যাটারি চালিত ইজিবাইক।
বুধবার বিকেলে সরাইল সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে তাঁর হাতে অটোরিকশাটি তুলে দেন ‘মানবিক সরাইল’ নামের সংগঠনের আজীবন দাতাসদস্য কানিজ ফাতেমা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসের সাবেক কমান্ডার মোঃ ইসমত আলী, সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, সাবেক চেয়ারম্যান ইদ্রিস আলী, সাংবাদিক শফিকুর রহমান ও নারায়ণ চক্রবর্তী প্রমূখ।

সরাইলে প্রতিবন্ধী তোবারককে মানবিক সরাইলের ইজিবাইক প্রদান

আশুগঞ্জের টোলপ্লাজা এলাকা থেকে অভিযান চালিয়ে ০৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪। গতকাল (২৮ এপ্রিল) রাত এগারোটায় এক গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মনবাড়িয়ার আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে তারা তিনজনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন মোঃ আতাউর রহমান (৩৪), পিতা-মৃত সিরাজ মিয়া, মোঃ আল আমিন (৩৩), পিতা-মৃত আব্দুল মান্নান, উভয় সাং-চৌয়া, থানা-মাধবদী,  মোঃ নাইম মিয়া (২৬), পিতা-সিরাজ মিয়া, সাং-দক্ষিন উত্তর চন্দন, থানা-পলাশ,সর্বজেলা- নরসিংদী। এ সময় আসামীদের কাছ থেকে ২৩৬টি বোতল ফেন্সিডিল, ০১ টি পিকআপ ও মাদক বিক্রয়ের নগদ ৯৫০০ টাকা উদ্ধার করা হয়।

আসামীকে জিজ্ঞাসাবাদের পর জানা গেছে, সে দীর্ঘদিন যাবত ব্রাহ্মণবাড়িয়া জেলার সিমান্তবর্তী এলাকা দিয়ে চালানকৃত গাঁজা জেলায় নিয়ে আসত। এবং সেই গাঁজার চালানটি রাজধানীর এক  ব্যক্তির কাছে বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছিল।

উদ্ধারকৃত মাদকদ্রব্য ও আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

প্রেস রিলিজ

আশুগঞ্জ টোলপ্লাজা এলাকা থেকে ০৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব

গত ২৬, ২৭ ও ২৮ শে মার্চ-২০২১খ্রিঃ হেফাজত ইসলাম কর্তৃক ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক ধ্বংসযজ্ঞ ও তান্ডবলীলা চালায়। সরকারি ও বেসরকারি স্থাপনায় ব্যাপক ভাংচুর ও অগ্নিসংযোগের মাধ্যমে পুরো ব্রাহ্মণবাড়িয়াকে মৃত্যুপুরীতে পরিনত করে। ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের বিশেষ আভিযানিক টিম বিশেষ অভিযান পরিচালনা করে গত ২৬, ২৭ ও ২৮ শে মার্চ-২০২১খ্রিঃ হেফাজত ইসলাম কর্তৃক বিক্ষোভ কর্মসূচি ও হরতাল চলাকালে ভাংচুর ও অগ্নিসংযোগের তান্ডবে জড়িত থাকার অভিযোগে গত ২৪ ঘন্টায় আরও ০৪ জন হেফাজত কর্মী ও সমর্থককে গ্রেফতার করা হয়েছে। উক্ত সহিংস ঘটনাসমূহের প্রাপ্ত স্থির চিত্র ও ভিডিও ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্তদের সনাক্ত করা হয়।

উল্লেখ্য হেফাজতের তান্ডবে সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ৪৯ টি, আশুগঞ্জ থানায় ০৪ টি ও সরাইল থানায় ০২ টিসহ সর্বমোট ৫৫টি মামলা রুজু হয়েছে। এসকল মামলায় ৪১৪ জন এজাহারনামীয় আসামীসহ অজ্ঞাতনামা
৩০/৩৫ হাজার লোকের নামে মামলা হয়েছে। এসকল মামলায় সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী সর্বমোট ৩৮৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

প্রেজ রিলিজ

ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের তান্ডবে অগ্নিসংযোগ ও তান্ডবে জড়িত আরও ০৪ জন গ্রেফতার

ফেসবুকে আমরা..