স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ন্যায্য মূল্যেন্যায্য মূল্যে দুধ, ডিম ও মাংস ভ্রাম্যমান বিক্রয় কেন্দ্র উদ্বোধন করা হয়। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে প্রধান অতিথি হিসেবে ভ্রাম্যমান বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট রাশেদুল কাওছার ভূইয়া জীবন।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ জাকির হোসাইনের সভাপতিত্বে বিক্রয় কেন্দ্র উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মাসুদ-উল আলম, কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী, ডাঃ আব্দুল মজিদ উজ্জ্বল, প্রভাষক জয়নাল আবেদিন প্রমুখ।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেনারি হাসপাতালের ব্যবস্থাপনায় করোনা পরিস্থিতিতে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত উপজেলা পরিষদ চত্বরে ভ্রাম্যমান বিক্রয় কেন্দ্র চালু থাকবে।

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ন্যায্য মূল্যে ভ্রাম্যমান বিক্রয় কেন্দ্র উদ্বোধন

বিস্তারিত ঃ গত ২৬, ২৭ ও ২৮ শে মার্চ-২০২১খ্রিঃ হেফাজত ইসলাম কর্তৃক ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক ধ্বংসযজ্ঞ ও তান্ডবলীলা চালায়। সরকারি ও বেসরকারি স্থাপনায় ব্যাপক ভাংচুর ও অগ্নিসংযোগের মাধ্যমে পুরো ব্রাহ্মণবাড়িয়াকে মৃত্যুপুরীতে পরিনত করে। ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের বিশেষ আভিযানিক টিম বিশেষ অভিযান পরিচালনা করে গত ২৬, ২৭ ও ২৮ শে মার্চ- ২০২১খ্রিঃ হেফাজত ইসলাম কর্তৃক বিক্ষোভ কর্মসূচি ও হরতাল চলাকালে ভাংচুর ও অগ্নিসংযোগের তান্ডবে জড়িত থাকার অভিযোগে গত ২৪ ঘন্টায় আরও ৩০ জন হেফাজত কর্মী ও সমর্থককে গ্রেফতার করা হয়েছে। উক্ত সহিংস ঘটনাসমূহের প্রাপ্ত স্থির চিত্র ও ভিডিও ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্তদের সনাক্ত করা হয়।

উল্লেখ্য হেফাজতের তান্ডবে সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ৪৯ টি, আশুগঞ্জ থানায় ০৩ টি ও সরাইল থানায় ০২ টিসহ সর্বমোট ৫৪টি মামলা রুজু হয়েছে। এ সকল মামলায় ৪১৪ জন এজাহারনামীয় আসামীসহ অজ্ঞাতনামা
৩০/৩৫ হাজার লোকের নামে মামলা হয়েছে। এ সকল মামলায় সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী সর্বমোট ২৩৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের তান্ডবে অগ্নিসংযোগ ও ভাংচুরে জড়িত আরও ৩০ জন গ্রেফতার

ফেসবুকে আমরা..