সুমন আহম্মেদঃ
বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসার মধ্যে দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকাল ১০টায় পৌর এলাকার কাউতলীতে অবস্থিত “সৌধ হিরন্ময়” এ পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি জেলা প্রশাসনের পক্ষে শ্রদ্ধাঞ্জলী প্রদান করেন জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান।

পরে জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার মোহাম্মদ আনিছুর রহমান, স্থানীয় সংসদ সদস্য র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরীর পক্ষে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার, পৌর মেয়র মিসেস নায়ার কবির ও সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম.এ.এইচ মাহবুব আলম, পর্যায়ক্রমে মুক্তিযোদ্ধা সংসদ ব্রাহ্মণবাড়িয়া পৌর সভা, সদর উপজেলা নির্বাহী অফিসার, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে “সৌধ হিরন্ময়” এ পুষ্পস্তক অপর্ন করা হয়। পরে শহীদ বুদ্ধিজীবীদের স্মরনে এক মিনিট দাড়িয়ে নিরবতা পালন ও শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
###

বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় ব্রাহ্মণবাড়িয়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ায় খ্রীষ্টিয়ান মেডিকেল সেন্টার (মিশন হাসপাতাল) এর উদ্যোগে প্রাক্ বড়দিন উৎসব পালিত হয়েছে। গত শনিবার সকালে স্থানীয় খ্রীষ্টিয়ান মেডিকেল সেন্টার (মিশন হাসপাতাল) এর নার্সিং হল রুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাপ্টিষ্ট চার্চ ফেলোশীপ বোর্ড অব মেডিকেল মিনিস্ট্রি’র চেয়ারম্যান ডা. রাতু গোপাল সাহা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের চেয়ারম্যান ও জেলা বিএমএ’র সাধারন সম্পাদক ডাঃ আবু সাঈদ।

বিশিষ্ট সংস্কৃতি কর্মী স্মৃতি সবুরের পরিচালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক ও ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মোঃ শাহ্ আলম।
বক্তব্য রাখেন বোর্ড অব মেডিকেল মিনিস্ট্রি’র সদস্য ডেভিড প্রণব দাস, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি খ.আ.ম. রশিদুল ইসলাম, বাংলাদেশ ব্যাপ্টিষ্ট চার্চ এর সাধারণ সম্পাদক ও সিএমসি’র প্রশাসক রেভা লিয়র পি. সরকার, হাসপাতালের সহকারী প্রশাসক ডেভিট বি সিংহ, সিনিয়র মেডিকেল অফিসার চিকিৎসক রূপজ্যোতি দেব প্রমুখ। আলোচনা সভা শেষে কুমিল্লা জেলা ব্যাপ্টিষ্ট চার্চ ফেলোশীপ সভাপতি রেভা. মনীন্দ্র বর্মন এর নেতৃত্বে প্রার্থনা অনুষ্ঠিত হয়। পরে অতিথিদের সাথে নিয়ে বড় দিনের কেক কাটা হয়।
###

ব্রাহ্মণবাড়িয়ায় প্রাক্ বড়দিন উৎসব পালিত

সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জুয়া খেলার সময় ৮জন জুয়ারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের ধাউরিয়া গ্রাম থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, নাসিরনগর উপজেলার বিমল সরকার-(২৭), সরাইল উপজেলার নিয়ামতপুর গ্রামের সরণ সরকার-(২৮), একই উপজেলার মলাইল গ্রামের নির্মল চন্দ্র দাস-(৩০), একই এলাকার গৌর সরকার-(৫০), শ্যামল সরকার-(৩০), সবুজ সরকার-(২০) ও নিতু সরকার-(৫০), ধাউরিয়া এলাকার সুজন মালাকার-(২৮) প্রমুখ।

পুলিশ জানায়, শুক্রবার রাতে সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের ধাউরিয়া গ্রামের একটি জমিতে বসে জুয়া খেলার সময় তাদেরকে গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদাত হোসেন টিটো বলেন, গতকাল শনিবার সকালে গ্রেপ্তারকৃতদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
###

সরাইলে জুয়া খেলার সময় ৮ জুয়ারি গ্রেপ্তার

ফেসবুকে আমরা..