সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ায় পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখতে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে গত রোববার দিনব্যাপী টিসিবির ৫জন ডিলার (মেসার্স রোজগার ট্রেডার্স, মেসার্স অপু ট্রেডার্স, তামিম এন্টারপ্রাইজ, বিসমিল্লাহ এন্টারপ্রাইজ এবং জেহাদ এন্টারপ্রাইজ) স্থানীয় লোকনাথ উদ্যান (টেংকেরপাড়) ও বঙ্গবন্ধু স্কয়ারে জনগনের মধ্যে সরকারি নির্ধারিত মূল্য প্রতি কেজি ৪৫টাকা দরে ৫টন পেঁয়াজ বিক্রি করে। এ সময় পুরুষ ও মহিলারা সারিবদ্ধভাবে লাইনে দাড়িয়ে প্রতিজন ১ কেজি করে পেঁয়াজ কেনেন।
জেলা প্রশাসক হায়াত- উদ- দৌলা খাঁনের তত্ত্বাবধানে ও সদর উপজেলা নির্বাহী অফিসার পঙ্কজ বড়–য়ার নেতৃত্বে খোলা বাজারে পেঁয়াজ বিক্রিকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
আজ সোমবার একই স্থানে সরকার নির্ধারিত মূল্যে পেঁয়াজ বিক্রি করা হবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
###