সুমন আহম্মেদঃ
সন্তান জন্মের পর পৃথিবীর সব চেয়ে নিরাপদ আশ্রয়স্থল মা বাবার কোল। কিন্তু কিছু ক্ষেএে সেই মা বাবার কোল নিরাপদ নয় এমনটাই প্রমান করলো অজ্ঞাত এক মহিলা । সন্তান জন্ম দেয়ার পর ভোর হতেই হাসপাতালে নবজাতক শিশুকে রেখে পালিয়ে গেছেন মা।

মা পালানোর পর অসুস্থ নবজাতককে চিকিৎসা দিয়ে যাচ্ছে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল কতৃপক্ষ । নবজাতকের সব কিছু বিবেচনা করে মঙ্গলবার নবজাতক শিশুটেিক ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশ, সদর উপজেলা সমাজসেবা অধিদপ্তর ও হাসপাতালের যৌথ সহযোগিতায় নবজাতকটিকে জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, গত ১৩ই অক্টোবর রাত ১১.০০ টায় কে বা কারা র্গভবতী এক অজ্ঞাত মহিলাকে হাসপাতালের জরুরী বিভাগের সামনে রেখে চলে যায় তারপর হাসপাতালের চর্তুথ শ্রেণীর র্কমচারী মোতাহের হোসেন সেন্টু গাইনী বিভাগে ভর্তি করিয়ে চিকিৎসা দেয় । হাসপাতালের ভর্তিরত অজ্ঞাত মহিলা গাইনী বিভাগে ১৪ই অক্টোবর ভোররাত ৩.০০ ঘঃ একটি ফুটফুটে ছেলে বাচ্চার জন্ম দেয় । ওইদিন ভোরেই শিশুটিকে রেখে উধাও হয়ে যান মা।

সদর মডেল থানার এস আই নারায়ণ বলেন, নবজাতক শিশুটিকে রেখে মা উধাও হয়ে যাওয়ার পর আমরা পুিলশ সদস্যরা সবাই মিলে শিশুটির দেখাশুনা করি। হাসপাতালে তত্ত্বাবধায়ক ডাঃ শওকত হোসেন এর সার্বিক সহযোগিতায় অসুস্থ শিশুটিকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। আজ মঙ্গলবার শিশুটি শিশু কনসালটেন্ট ডাঃ মোন ইকবাল হোসেন দেখে চিকিৎসা দিচ্ছেন এবং শিশুটি এখন অনেকটা সুস্থ আছে।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ শওকত হোসেন বলেন- নবজাতকের কথা শোনে আমি আজ সকালেই তার খোজখবর নেয় তারপর সদর মডেল থানা পুলিশকে ও সমাজ সেবা অফিসার মাহমুদকে জানায়। তারপর নবজাতকের খাবার, পোষাক, ব্যবস্থা করি এবং এখন শিশুটি আমাদের হেফাজতে আছে। তিনি আরোও বলেন যদি কেউ শিশুটি নিতে ইচ্ছে পোষণ করে তাহলে সদর উপজেলা সমাজসেবা অফিসে যোগাযোগ করতে হবে৷
###

নবজাতককে হাসপাতালে রেখে পালিয়ে গেল মা-

সুমন আহম্মেদঃ
ব্যাপক উৎসাহ-উদীপনার মধ্যে দিয়ে গতকাল সোমবার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর সভার নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পৌর সভার ১২টি কেন্দ্রে ইভিএম’র মাধ্যমে চলে ভোট গ্রহণ। নির্বাচনে মেয়র পদে প্রতিদ্ব›িদ্ধতা করেন ১১জন, ৯টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ৬৩ জন এবং তিনটি সংরক্ষিত নারী আসনে কাউন্সিলর পদে ১৪ জন।

নির্বাচনে ৬৭২৫ ভোট পেয়ে মেয়র পদে নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শিব শংকর দাস (নৌকা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বর্তমান মেয়র ও বিএনপির বিদ্রোহী প্রার্থী মাঈনুদ্দিন মাঈনু ( মোবাইল ফোন) পেয়েছেন ৪২২০ ভোট, অপর প্রতিদ্বন্দ্বি আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মোঃ বশির আহমেদ সরকার পলাশ (কম্পিউটার) পেয়েছেন ৩৭৫১ ভোট এবং বিএনপি মনোনীত প্রার্থী হাজী মোঃ শাহাব উদ্দিন (ধানের শীষ) পেয়েছেন ২১৬৮ ভোট।

রাত ৮টায় ভোট গননা শেষে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জিল্লুর রহমান মেয়র পদে অ্যাডভোকেট শিব শংকর দাসকে বে-সরকারিভাবে নির্বাচিত ঘোষনা করেন।

এদিকে ভোট গ্রহণ চলাকালে জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন, পুলিশ সুপার মোহাম্মদ আনিছুর রহমান, নবীনগর উপজেলা নির্বাহী (ইউএনও) মোহাম্মদ মাসুমসহ সংশ্লিষ্টরা বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত এ পৌরসভার এটা দ্বিতীয় নির্বাচন।
###

নবীনগর পৌর সভার নির্বাচন আওয়ামীলীগ মনোনীত অ্যাডভোকেট শিব শংকর দাস মেয়র নির্বাচিত

ফেসবুকে আমরা..