সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক চাপায় দুই মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের ঘাটুরা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চিনাইর গ্রামের শরীফ চৌধুরীর ছেলে রাজীব চৌধুরী-(৩৮) ও গাজীপুর জেলার সদর উপজেলার উত্তর হাইলপুর গ্রামের আব্দুল জলিল সরকারের ছেলে দোলন সরকার-(৩৬)। নিহতরা বনবিভাগ, ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ে অফিস সহায়ক পদে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

কুমিল্লা বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজী নূরুল কবীর জানান, বৃহস্পতিবার সকালে রাজীব ও দোলন মোটর সাইকেলযোগে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর থেকে নিয়মিত টহলে বিশ্বরোডের দিকে যাওয়ার পথে কুমিল্লা-সিলেট মহাসড়কের সদর উপজেলার ঘাটুরা এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মোটর সাইকেলের মুখোমুখী সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দোলন মারা যায়। আশংকাজনক অবস্থায় স্থানীয়রা রাজীবকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করে। পরে ঢাকায় নেয়ার পথে বিশ্বরোড এলাকায় রাজিবও মারা যায়।

খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে দোলনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসে।
এ ব্যাপারে খাঁটিহাতা হাইওয়ে থানার উপ-পরিদর্শক মোঃ গিয়াস উদ্দিন বলেন, ঘাতক ট্রাকটিকে আটক করা হলেও চালক এবং হেলপার পালিয়ে গেছে।
###

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক চাপায় দুই মোটর সাইকেল আরোহী নিহত

সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ফান্দাউক ইউনিয়নের রসুলপুর গ্রামের রুবেল মিয়া হত্যা মামলার পলাতক আসামী শহীদ মিয়া-(৫০) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার বিকালে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার উলচাপাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শহীদ মিয়া হত্যা মামলার পর থেকেই পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল।

এ ব্যাপারে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাজেদুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।
###

নাসিরনগরে হত্যা মামলার আসামী গ্রেপ্তার

সুমন আহম্মেদঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা “ভ্যাকসিন হিরো”-উপাধিতে ভূষিত হওয়ায় বাংলাদেশ স্বাস্থ্য সহকারী এসোসিয়েশন কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বৃহস্পতিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ায় আনন্দ র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার বিকেলে শহরের পুরাতন কাচারী প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য এক র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে এসে পথসভায় মিলিত হয়।

ব্রাহ্মণবাড়িয়া স্বাস্থ্য পরিদর্শক সমিতির সভাপতি আব্দুল বাসিদের সভাপতিত্বে পথ সভায় বক্তব্য রাখেন স্বাস্থ্য পরিদর্শক নিলুফা ইয়াসমিন, জেলা স্বাস্থ্য সহকারী এসোসিয়েশনের সভাপতি আরশাদুল ইসলাম, নাসিরনগর উপজেলার সভাপতি ফিরোজ আহম্মদ, সরাইল উপজেলার সভাপতি জসিম উদ্দিন, সাধারন সম্পাদক জহির উদ্দিন শিহাব, কসবা উপজেলা সভাপতি জামাল উদ্দিন, আশুগঞ্জ উপজেলা সাধারন সম্পাদক মোঃ মামুন, মহিলা নেত্রী তানিয়া আক্তার, সদর উপজেলা সভাপতি রুবেল মিয়া, সাধারন সম্পাদক নাজির আহমেদ প্রমুখ।
###

প্রধানমন্ত্রী ভ্যাকসিন হিরো উপাধিতে ভূষিত হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় আনন্দ র‌্যালি-পথসভা

ফেসবুকে আমরা..