সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে রফিকুল ইসলাম খন্দকার-(৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। গত বুধবার রাত ৮টায় ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের শিমরাইলকান্দি এলাকায় এই ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম খন্দকার জেলার কসবা উপজেলার পাথারিয়াদার গ্রামের মরহুম নওয়াব মিয়া খন্দকারের ছেলে। তিনি ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার কলেজপাড়ায় ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করতেন।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রফিকুল ইসলাম খন্দকার কলেজপাড়ার বাসা থেকে বের হয়ে রেললাইন পাড় হয়ে শিমরাইলকান্দি গ্রামের মসজিদে যাওয়ার সময় সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী পারাবত এক্সপ্রেস ট্রেনের নীচে কাঁটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। পরে তার পরিবারের সদস্যরা এসে লাশ সনাক্ত করেন।
তিনি বলেন, রফিকুলের লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
###

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসকের গাফিলতি ও ভুল চিকিৎসায় আলাইন ইসলাম হীরা নামে নয় মাস বয়সী এক শিশু মৃত্যুর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকালে আশংকাজনক অবস্থায় শিশুটিকে ব্রাহ্মণবাড়িয়া শিশু হাসপাতাল থেকে ঢাকায় নেয়ার পথে সে মারা যায়।

আলাইন ইসলাম হীরা জেলার বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের খাটিঙ্গা গ্রামের বাসিন্দা ও বিজয়নগর উপজেলা উপ-সহকারি কৃষি কর্মকর্তা মোঃ জহিরুল ইসলামের কন্যা।

শিশুর পিতা জহিরুল ইসলাম অভিযোগ করে বলেন, তার মেয়ে চিকিৎসকের গাফিলতি ও ভুল চিকিৎসায় মারা গেছে।
তিনি বলেন, তার শিশু কন্যা আলাইমা নিমোউনিয়ায় আক্রান্ত হলে গত রবিবার তিনি তাকে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করান। পরে সেখান থেকে তাকে ব্রাহ্মণবাড়িয়া শিশু হাসপাতালে নিয়ে আসেন। শিশু হাসপাতালে ডাঃ মোঃ জাকারিয়ার তত্ববধানে ছিলো আলাইমা। ডাঃ জাকারিয়া তাকে জানান, ব্রাহ্মণবাড়িয়াতেই আলাইমার চিকিৎসা সম্ভব।

শিশু হাসপাতালে প্রথমে দেখার পর দুইদিন তিনি হাসপাতালে আসেন নি। কর্তব্যরত অন্যান্য চিকিৎসরা আলাইমাকে চিকিৎসা দেয়। গতকাল বৃহস্পতিবার সকালে আলাইমার অবস্থার অবনতি হতে থাকে। এ সময় কর্তব্যরত নার্সরা স্যালাইনের ‘পানি’ সিরিঞ্জের মাধ্যমে পুশ করে। এরই মধ্যে আলাইমার অবস্থার আরো অবনতি হতে থাকলে ডাঃ জাকারিয়াকে খবর দিয়ে আনা হয়। তিনি এসে দ্রুত ঢাকায় নেয়ার পরামর্শ দেন। স্যালাইনের পানি সিরিঞ্জের মাধ্যমে দেয়ায় কোনো ক্ষতি হয় নি বলে ডাক্তার তাকে জানান। পরে তাকে অ্যাম্বুলেন্সে ঢাকায় নেয়ার পথে আশুগঞ্জ এলাকায় মারা যায় আলাইমা।

এ ব্যাপারে ডাঃ জাকারিয়া ভুল চিকিসার অভিযোগ অস্বীকার করে বলেন, শিশুটিকে হাসপাতালের ‘ভর্তি পর থেকে ভালোভাবেই তার চিকিৎসা চলছিল। অবস্থার অবনতি হলে বুধবার রাতেই শিশুটিকে ঢাকায় নেয়ার কথা বলা হয়। স্বজনরা না নিয়ে গেলে সকালে তার অবস্থার আরো অবনতি হয়। প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা না থাকায় আমি এসে ঢাকায় নিয়ে যাওয়ার কথা বলি।
তিনি জানান, ওই শিশুকে স্যালাইনের ‘পানি’ সিরিঞ্জের মাধ্যমে দেয়ার বিষয়টি নার্সরা অস্বীকার করেছেন।
###

ব্রাহ্মণবাড়িয়ায় ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ

ফেসবুকে আমরা..