সুমন আহম্মেদঃ
ইউএস-এইড এবং ইউকে-এইড এর সহযোগীতায় ডেমোক্রেসী ইন্টারন্যাশনাল এর ব্যবস্থাপনায় “ জুলাই-সেপ্টেম্বর সিনিয়র লিডারস ফেলোশীপ” প্রোগ্রামের গত বুধবার অনুষ্ঠিত আওয়ামীলীগ, বিএনপি ও জাতীয় পার্টির ২৭জন সিনিয়র নেতার গ্র্যাজুয়েশন সনদ বিতরণ অনুষ্ঠানে, ডিআই এর বাংলাদেশের সমন্বয়ক মিস কেটিক্রোক এর কাছ থেকে “ ফেলোশীপ সনদ” গ্রহণ করছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার।
###

ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক “ ফেলোশীপ সনদ” গ্রহণ

সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর সভার আসন্ন নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়ন না পেয়ে বিএনপি থেকে পদত্যাগ করেছেন নবীনগর পৌর সভার বর্তমান মেয়র ও নবীনগর উপজেলা বিএনপির সহ-সভাপতি এবং উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মাঈন উদ্দিন।

বৃহস্পতিবার দুপুরে নির্দলীয় প্রার্থী হিসেবে মেয়র পদে রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল শেষে নবীনগর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি বিএনপি থেকে পদত্যাগের ঘোষনা দেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিএনপি নেতা ও পৌর মেয়র মাঈন উদ্দিন বলেন, আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে এবং বিএনপির রাজনীতির সাথে যুক্ত থাকার কারনে একটি মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। পৌর নির্বাচনে আমি দলীয় মনোনয়ন প্রত্যাশী এবং দাবিদার ছিলাম। কোনো কারন ছাড়াই ষড়যন্ত্রমূলকভাবে আমাকে দলীয় মনোনয়ন থেকে বঞ্চিত করা হয়েছে।

মেয়র মাঈন উদ্দিন বলেন, জনগন আমার পক্ষে থাকার পরও কোনো কারণ ছাড়া, মেয়র পদে দায়িত্ব পালনকালীন অবস্থায় আমাকে দলের মনোনয়ন না দেয়ায় দলীয় কর্মকান্ড থেকে ও দলীয় পদ থেকে পদত্যাগ করছি। আমার কর্মের মূল্যায়ন করবে নবীনগর পৌরসভাবাসী। তারাই আমার দল ও প্রতীক। তিনি বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে আমার বিজয় সুনিশ্চিত।

সংবাদ সম্মেলনে মেয়র মাঈন উদ্দিনকে মনোনয়ন না দেয়ার প্রতিবাদে উপজেলা ছাত্রদল, পৌর ছাত্রদল ও সরকারি কলেজ ছাত্রদলের বেশ কয়েকজন নেতাও পদত্যাগের ঘোষণা দেন।
এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন জানান, নিয়মতান্ত্রিকভাবে কেন্দ্র থেকে বিএনপির প্রার্থী মনোনয়ন দেয়া হয়েছে। তিনি বলেন, মেয়র মাঈন উদ্দিনের পদত্যাগের বিষয়টি আমি শুনেছি।

উল্লে¬খ্য, আগামী ১৪ অক্টোবর নবীনগর পৌরসভার নির্বাচন। এই নির্বাচনে বিএনপি থেকে মেয়র পদে দলীয় মনোনয়ন পেয়েছেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাহাবুদ্দিন।
###

পুনরায় মনোনয়ন না পেয়ে বিএনপি ছাড়লেন নবীনগরের পৌর মেয়র মাঈন উদ্দিন

সুমন আহম্মেদঃ
আগামী ১৪ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়ার পৌর সভার নির্বাচন। মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে গতকাল বৃহস্পতিবার মেয়র, কাউন্সিল ও সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর পদে বিভিন্ন রাজনৈতিক দলের ৯০জন প্রার্থী নির্বাচনের রির্টানিং অফিসারের কাছে তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।

নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগের একক প্রার্থী মনোনয়নপত্র দাখিল করলেও বিএনপি থেকে একাধিক প্রার্থী মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেছেন।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, নির্বাচনে মেয়রপদে ১১জন, ৯টি সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে ৬৫ জন এবং ৩টি সংরক্ষিত মহিলা আসনে ১৪জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

মেয়র পদে আওয়ামীলীগ মনোনীত অ্যাডভোকেট শিব সংকর দাস, বিএনপি মনোনীত মোঃ সাহাবুদ্দিন, বিএনপির বিদ্রোহী বর্তমান মেয়র মোঃ মাঈন উদ্দিন, জাতীয় পার্টির মোঃ আবু জাহের, নির্দলীয় বশির আহমেদ সরকার, নির্দলীয় মলাই মিয়া, ফারুক আহমেদ, মোঃ ইসহাক।

মেয়র প্রার্থীরা তাদের কর্মী-সমর্থকসহ মিছিল সহকারে এসে রির্টানিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার জিল্লুর রহমানের কাছে তাদের মনোনয়নপত্র দাখিল করেন।
মনোনয়নপত্র দাখিল শেষে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী অ্যাডভোকেট শিব শংকর দাস এবং বিএনপি মনোনীত প্রার্থী মোঃ শাহাবউদ্দিন নিজেদেরকে যোগ্য দাবি করে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করেন।

বিএনপির বিদ্রোহী প্রার্থী ও বর্তমান মেয়র মাঈন উদ্দিন নবীনগর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানান, পৌরবাসী তার কাজের মূল্যায়ন করবেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে তার বিজয় সুনিশ্চিত।

নবীনগর পৌর সভার নির্বাচনে ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৫ সেপ্টেম্বর প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই, ২২ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার এবং ১৪ অক্টোবর ভোট গ্রহণ।

উল্লেখ্য ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত নবীনগর পৌরসভাটি প্রথম শ্রেণীর পৌরসভা। পৌরসভার মোট ভোটার ৩৪ হাজার ২৭৯ জন।
###

নবীনগর পৌর সভার নির্বাচনে মেয়র-কাউন্সিলর পদে ৯০জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

ফেসবুকে আমরা..