সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ায় ৫৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে পৃথক অভিযানে পুলিশ ও মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের লোকেরা তাদেরকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন, তুহিন মিয়া-(২০) এবং ওবায়দুল মিয়া-(৫০)। গ্রেপ্তারকৃত তুহিন মিয়া বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের আবদুর রহমানের ছেলে এবং গ্রেপ্তারকৃত ওবায়দুল মিয়া একই উপজেলার পত্তন ইউনিয়নের ফকিরহাটি গ্রামের মরহুম সুরুজ মিয়ার ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ১০টায় সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের জারুইলতলা গ্রাম থেকে তুহিন মিয়াকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

অপর দিকে শনিবার রাত ৮টার দিকে ৪৫০পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৫০ হাজার টাকাসহ ওবায়দুল মিয়াকে আটক করে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যরা।

ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার কাউতলী গ্রামের উত্তরপাড়ার একটি বাসা থেকে তাকে আটক করা হয়।

মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া সার্কেলের পরিদর্শক শরিফুল ইসলাম বলেন, গোপন তথ্যের ভিত্তিতে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যরা ছদ্মবেশে তার কাছ থেকে প্রথমে ৫০পিস ইয়াবা ট্যাবলেট ক্রয় করে।

পরে তাকে আটক করে তার বাসা থেকে তল্লাশি চালিয়ে ৪৫০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও ইয়াবা বিক্রির নগদ ৫০হাজার টাকা উদ্ধার করা হয়। তিনি বলেন, এ ঘটনায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
###

৫৫০পিস ইয়াবা ট্যাবলেটসহ ব্রাহ্মণবাড়িয়ায় দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সুমন আহম্মেদঃ
জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন বলেছেন, বাংলাদেশ সরকারের বিভিন্ন স্তরের মধ্যে ইউনিয়ন পরিষদ একটি গুরুত্বপূর্ণ স্তর। জেলা পরিষদ থাকবে কিনা সন্দেহ, কিন্তু ইউনিয়ন পরিষদ থাকবে, এর স্তর দিন দিন আরো বিস্তর হবে।

তিনি রোববার বিকেলে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ব্রাহ্মণবাড়িয়ায় তৃতীয় লোকাল গভর্ণ্যান্স সাপোর্ট প্রজেক্ট (এলজিএসপি-৩) এর বিষয়ে ইউপি চেয়ারম্যান ও সচিবদের প্রশিক্ষণ কর্মশালায় কোর্স উপদেষ্টার বক্তব্যে একথা বলেন।

এ সময় জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন আরো বলেন, গ্রাম হবে শহর এই কাজ ইউপি চেয়ারম্যানগণ বাস্তবায়ন করবেন। সামাজিক যে কোন কাজে প্রশাসনের কেউ না থাকতে পারলেও ইউপি চেয়ারম্যানেরা ঠিকই থাকেন। গ্রামীণ উন্নয়নে ইউপি চেয়ারম্যানের গুরুত্ব অপরিসীম।

তিনি বলেন, ইউপি সচিবদেরকে একজন সরকারি চাকুরিজীবি ভাবতে হবে। দক্ষ সচিব ছাড়া একজন চেয়ারম্যান ভালো কিছু করতে পারে না। সচিবদের কম্পিউটার ও ইন্টারনেটের ব্যবহার শতভাগ নিশ্চিত করতে হবে। আধুনিক ইউনিয়ন পরিষদ করতে যা যা করা দরকার সরকার তাই করছে, এ ব্যাপারে সরকার বদ্ধপরিকর। তিনি বলেন, দেশ এগিয়ে যাচ্ছে, ইউনিয়ন পরিষদ ও আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে।

এলজিএসপি-৩ কারনে ইউনিয়ন পরিষদের উন্নয়ন অনেক এগিয়ে গেছে।
প্রশিক্ষণ কর্মশালায় কোর্স পরিচালক ছিলেন স্থানীয় সরকার বিভাগ, ব্রাহ্মণবাড়িয়ার উপ-পরিচালক দূর-রে-শাহওয়াজ, কোর্স সমন্বয়ক ছিলেন উপজেলা নির্বাহী অফিসার পঙ্কজ বড়–য়া।

প্রশিক্ষণ কর্মশালায় সদর উপজেলার ১১ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিবগণ উপস্থিত ছিলেন।
###

ব্রাহ্মণবাড়িয়ায় প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে জেলা প্রশাসক

ফেসবুকে আমরা..