সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন ফার্মেসীতে অভিযান চালানো হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে ঔষধ প্রশাসন এবং বাংলাদেশ কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়।

ঔষধ প্রশাসন ব্রাহ্মণবাড়িয়া জেলার তত্ত্বাবধায়ক বাদল শিকদারের নেতৃত্বে গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের কুমারশীল মোড়, হাসপাতাল রোড, জেল রোড ও ছাতিপট্টি এলাকার বিভিন্ন ফার্মেসীতে অভিযান চালানো হয়।

অভিযানকালে হাসপাতাল রোডের মুশকিল আসান ফার্মেসী, খেয়াম ফার্মেসী সহ ২০টি ফার্মেসী থেকে আনুমানিক ২৫ হাজার টাকা মূল্যের মেয়াদোর্ত্তীণ ঔষধ অপসারণ করা হয়। অভিযানকালে বাংলাদেশ কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতি, ব্রাহ্মণবাড়িয়া শাখার সভাপতি সভাপতি জহিরুল হক এবং সাধারন সম্পাদক আবু কাউছার উপস্থিত ছিলেন।

অভিযানে নেতৃত্ব দেয়া ঔষধ প্রশাসন, ব্রাহ্মণবাড়িয়ার তত্ত্বাবধায়ক বাদল শিকদার জানান, প্রথমদিনের অভিযানে ফার্মেসীর মালিকদেরকে সতর্ক করা হয়েছে। অচিরেই বড়ধরনের অভিযান পরিচলনা করা হবে। তাতে জেল জরিমানার বিধান থাকবে।
###

ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন ফার্মেসীতে অভিযান ॥ মেয়াদোর্ত্তীন ঔষধ অপসারণ

ফেসবুকে আমরা..