সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে কাল বৈশাখীর ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন স্থানীয় সাংসদ বি.এম ফরহাদ হোসেন।
গত মঙ্গলবার সন্ধ্যায় ও গতকাল বুধবার দুপুরে তিনি এলাকা পরিদর্শন করেন। পরিদর্শনকালে ক্ষতিগ্রস্থরা তাদের দুর্দশার কথা তুলে ধরে সহায়তা কামনা করেন।
এ সময় বিএম ফরহাদ হোসেন এমপি ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদানের আশ্বাস দিয়ে ক্ষতিগ্রস্তদের তালিকা করার জন্য সংশিষ্টদের নির্দেশ দেন।
এ সময় উপজেলা চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল কবির, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, উপজেলা আওয়ামীলীগ নেতা লতিফ হোসেন, সৈয়দ লিযাকত আব্বাস টিপুসহ স্থানীয় ইউপি চেয়ারম্যানগন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য গত সোমবার সন্ধ্যায় নাসিরনগরে আকস্মিক কালবৈশাখী ঝড়ে উপজেলার ভলাকুট ইউনিয়ন, চাতলপাড় ইউনিয়ন, গোয়ালনগর ইউনিয়ন, বুড়িশ্বর ইউনিয়ন, ফান্দাউক ইউনিয়ন, সদর ইউনিয়নের বিভিন্ন গ্রামের পাচঁশতাধিক কাঁচা ঘর-বাড়ি বিধ্বস্ত হয়। উপড়ে ও ভেঙ্গে যায় বিদ্যুতের ৩৫টি খুটি, অসংখ্য গাছপালা।
###