সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ায় আর্ন্তজাতিক নার্সেস দিবস ও মিডওয়াইফ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার বেলা ১১ টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল চত্বর থেকে জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা- খানের নেতৃত্বে বর্ণাঢ্য এক র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় হাসপাতাল চত্বরে এসে শেষ হয়।
পরে জেলা সদর হাসপাতালের ডাঃ মিলন হলে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা-খাঁন।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ শওকত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ মোঃ শাহআলম, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি ডাঃ মোঃ আবু সাঈদ।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা-খাঁন নার্সদের উদ্দেশ্য করে বলেন, আপনারা সবাই মহান পেশায় আছেন। আপনারা সুভাগ্যবান প্রতিদিন মানুষের সেবা করছেন।
অনুষ্ঠানে স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
###