সুমন আহম্মেদঃ

মহান মে দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে জামাই-শ্বশুর দলের নিয়ে কাবাডি প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার দুপুরে উপজেলার শ্রম কল্যান কেন্দ্রের মাঠে অনুষ্ঠিত প্রতিযোগীতায় জামাই দলকে ১ পয়েন্টে হারিয়ে শ্বশুরদল পক্ষ বিজয়ী হন। খেলায় ৫ পয়েন্ট পান জামাই দল, ৬ পয়েন্ট পান শ্বশুরদল।

আশুগঞ্জের নির্মান শ্রমিকদের নিয়ে অনুষ্ঠিত কাবাডি প্রতিযোগীতার আয়োজন করে উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন।

খেলা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ী দলের মধ্যে পুরষ্কার বিতরন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ হানিফ মুন্সী।

উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি বশির মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিবুল হায়দার, আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ আলম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডাঃ আব্দুল্লাহ আল মাহমুদ নজরুল, শ্রম কল্যান কেন্দ্রের মেডিকেল অফিসার ডাঃ নব লিলা দাস,

সংগঠনের উপদেষ্টা মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক গোলাপ, ফিরোজ মিয়া কলেজের উপাধক্ষ্য আহমদ উল্লাহ খন্দকার, সংগঠনের সাধারন সম্পাদক ইকবাল হোসেন প্রমুখ।
###

মহান মে দিবসে আশুগঞ্জে জামাই-শ্বশুরের কাবাডি প্রতিযোগীতা

 

সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের প্রথম মাসিক সাধারণ সভা বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে স্থানীয় অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য বি.এম ফরহাদ হোসেন সংগ্রাম।

উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ডাঃ মোঃ রাফিউদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল কবিরের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে আল হোসাইন, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার।

সভায় প্রধান অতিথির বক্তব্যে বি.এম ফরহাদ হোসেন সংগ্রাম এমপি বলেন সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নাসিরনগর উপজেলাকে এগিয়ে নিতে সকলকে নব নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানগনকে সহযোগিতা করতে হবে।

সভায় উপজেলার সকল সরকারি দপ্তরের কর্মকর্তাগন ও জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। এর আগে নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানগন সভাকক্ষে পৌছলে সংসদ সদস্য বি.এম ফরহাদ হোসেন তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানান।
###

নাসিরনগর নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের ফুলেল শুভেচ্ছা

সুমন আহম্মেদঃ

ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের মাঝে সততা সৃষ্টির লক্ষ্যে দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে সদর উপজেলার চারটি শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোর উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পংকজ বড়–য়া শহরের চারটি শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোর উদ্বোধন করেন।

শিক্ষা প্রতিষ্ঠান গুলো হচ্ছে গভর্ণমেন্ট মডেল গার্লস হাই স্কুল, আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয়, নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয় ও ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়।
সততা স্টোরগুলোতে কোন বিক্রেতা থাকবেনা। শিক্ষার্থীরা প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করে তা খাতায় লিপিবদ্ধ করে দাম নির্ধারিত বক্সে রেখে দিবে।

সততা স্টোর উদ্বোধনকালে উপজেলা শিক্ষা অফিসার জীবন ভট্টাচার্য, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আবদুল মান্নান সরকার সহ-সভাপতি প্রফেসর নজীর আহমদ, সাধারন সম্পাদক মোহাম্মদ আরজু সহ সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও শিক্ষকগন উপস্থিত ছিলেন।
###

ব্রাহ্মণবাড়িয়ায় চারটি শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোর উদ্বোধন

ফেসবুকে আমরা..