সুমন আহম্মেদঃ

ব্রাহ্মণবাড়িয়ায় প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে কৃষকদের হাতে সার ও বীজ তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পঙ্কজ বড়–য়া।

উপজেলা কৃষি অফিসার মুন্সি তোফায়েল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সার ও বীজ বিতরনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান আল আমিনুল হক পাভেল, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহাবুব আলম।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ২০১৯-২০২০ অর্থ বছরে খরিপ-১-মৌসুমে আউশ ধান চাষে প্রণোদনার লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনা মূল্যে বীজ ও সার বিতরণের লক্ষ্যে সদর উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে ১ হাজার ৮শত কৃষকের তালিকা করা হয়েছে।

প্রত্যেক কৃষক ১ বিঘা জমি চাষের জন্য ৫ কেজি ধান বীজ, ১৫ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমপিও সার পাবেন।

শুক্রবার উপজেলার সুহিলপুর ইউনিয়নের ২০০ জন কৃষকের মধ্যে এই উপকরন বিতরন করা হয়।
###

ব্রাহ্মণবাড়িয়ায় কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

ফেসবুকে আমরা..