botvনিউজ:

স্বাধীনতার কবি শামসুর রাহমান সম্মাননা প্রদান করেছে ব্রাহ্মণবাড়িয়ার তিতাস আবৃত্তি সংগঠন। এ বছর সম্মাননা গ্রহন করেন ভারতের ত্রিপুরা রাজ্যের কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেশ্বর ভট্টাচার্য।

গত শুক্রবার রাতে স্থানীয় সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে শামসুর রাহমান স্মরণ অনুষ্ঠানে তাকে এ সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে কবি শামসুর রাহমানের জীবন ও কর্মের উপর আলোচনা, সম্মাননা প্রদান, আবৃত্তি প্রতিযোগিতার সনদপত্র বিতরণ, কবিতা পরিবেশিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান। উদ্বোধন করেন পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন খান।

সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাতের সভাপতিত্বে ও তিতাস আবৃত্তি সংগঠনের সহকারী পরিচালক বাছির দুলালের পরিচালনা এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাহিত্য একাডেমির সভাপতি জয়দুল হোসেন, সুর স¤্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনের সম্পাদক আবদুল মান্নান সরকার, ব্রাহ্মণবাড়িয়া পৌর কলেজের অধ্যক্ষ হরিলাল চন্দ্র দেবনাথ, রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ সভাপতি অধ্যাপক মানবর্দ্ধন পাল, সাধারণ সম্পাদক ডা. অরুনাভ পোদ্দার, মুক্তিযোদ্ধা আছরারুন্নবী মোবারক, ত্রিপুরার সংস্কৃতিকর্মী মনীষ চক্রবর্ত্তী, তিতাস আবৃত্তি সংগঠন পরিচালক মোঃ মনির হোসেন।
###

ব্রাহ্মণবাড়িয়ায় শামসুর রাহমান সম্মাননা প্রদান

ফেসবুকে আমরা..