botvনিউজ:

নাসিরনগরে ১৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ ॥ দুই ব্যবসায়ীকে জরিমানা।

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন প্রয়োগে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সোহেল মোঃ জিল্লুর রহমান রিগানের নেতৃত্বে গতকাল শনিবার উপজেলার ফান্দাউক বাজারে অবৈধ কারেন্ট জাল বিক্রির সময় অভিযান চালিয়ে প্রায় ১৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে। যার আনুমানিক মূল্য প্রায় ৮০ হাজার টাকা।

এসময় হাজী আবদুর রউফ-(৬৫) ও জামাল মিয়া-(৪০)নামে দুই ব্যবসায়ীকে আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসউদ পারভেজ মজুমদারের আদালত হাজির করলে ২ জন ব্যবসায়ীকে ২ হাজার টাকা করে ৪ হাজার টাকা জরিমানা করেন। পরে উদ্ধারকৃত কারেন্ট জাল উপজেলা পরিষদ চত্বরে ভস্মীভূত করা হয়।

এসময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সোহেল মোঃ জিল্লুর রহমান রিগান, সহকারী মৎস্য কর্মকর্তা সাইদুর রহমান ও উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা তাজিরুল ইসলাম উপস্থিত ছিলেন।
###

 

নাসিরনগরে ১৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ ॥ দুই ব্যবসায়ীকে জরিমানা

botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ডিগ্রি কলেজে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান শনিবার দুপুরে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছে।

নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা।

কলেজ শাখা জাতীয় ছাত্র সমাজের সভাপতি কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, কলেজ পরিচালনা কমিটির সদস্য মজিদ বক্স, সরাইল উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব এমদাদুল হক, জেলা জাতীয় ছাত্র সমাজের আহবায়ক জালাল উদ্দিন ভূইয়া, উপজেলা শাখা জাতীয় ছাত্র সমাজের আহবায়ক হুসাইন আহমদ, সদস্য সচিব রাসেল লস্কর প্রমূখ। অনুষ্ঠানে জিয়াউল হক মৃধা এমপি পাঁচ শতাধিক শিক্ষার্থীকে ফুল দিয়ে বরণ করে নেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ভবিষ্যৎ নেতৃত্বের জন্য ছাত্র রাজনীতির প্রয়োজন রয়েছে। তবে শিক্ষার্থীদের পড়াশোনা ছেড়ে শুধু রাজনীতি করলে চলবে না। রাজনীতির আগে পড়াশোনা করতে হবে। পড়াশোনা ছাড়া রাজনীতি চলতে পারে না।
###

সরাইল ডিগ্রি কলেজে জাতীয় ছাত্রসমাজের নবীনবরণ অনুষ্ঠিত

ফেসবুকে আমরা..