botvনিউজ:

জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান বলেছেন, বর্তমান সরকারের আমলে মিডিয়া স্বাধীনভাবে কাজ করছে। তিনি গতকাল বুধবার বিকেলে পৌর সভার মাহবুবুল হুদা সভাকক্ষে পাঠকনন্দিত দৈনিক যায়যায়দিনের ১৩ বর্ষে পদার্পন উপলক্ষে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম, ব্রাহ্মণবাড়িয়া আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম, ব্রাহ্মণবাড়িয়ার উপদেষ্টা ও আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সোপানুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান আরো বলেন, যায়যায়দিন স্বাধীনতার কথা বলে, যায়যায়দিন উন্নয়ন সাংবাদিকতা করে। তিনি বর্তমান সময়ে প্রিন্ট মিডিয়াকে চ্যালেঞ্জিং পর্যায়ে উল্লেখ করে বলেন, ‘আগে দুই দিন পর পত্রিকা এলেও পাঠকের আগ্রহ থাকতো। কেননা, ওই সময়ে পত্রিকাই ছিলো সংবাদ পাওয়ার একমাত্র সূত্র। তিনি দেশপ্রেম ও উন্নয়ন সাংবাদিকতা করে যায়যায়দিন আগামীদিনে আরো এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইকবাল হোসাইন, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আল-মামুন সরকার, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, সাবেক সভাপতি মোঃ আরজু, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মনজুরুল আলম ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( তদন্ত) জিয়াউল হক ।

যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম, ব্রাহ্মণবাড়িয়ার সদস্য সচিব, সাংবাদিক হাবিবুর রহমানের পরিচলানায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারন সম্পাদক রিয়াজ উদ্দিন জামি, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাদেকুর রহমান, আ.ফ.ম. কাউছার এমরান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক আবদুন নূর, জেলা আওয়ামীলীগের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হালিম শাহ লিল মিয়া,

অ্যাডভোকেট নাসির মিয়া, প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ আকরাম, ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের সম্পাদক নিয়াজ মুহাম্মদ খান বিটু, সময় টিভির ব্যুরো চীফ উজ্জ্বল চক্রবর্তী, কালের কন্ঠের জেলা প্রতিনিধি বিশ্বজিত পাল বাবু ও দৈনিক ব্রাহ্মণবাড়িয়ার যুগ্ম সম্পাদক অ্যাডঃ পাহলভি।
স্বাগত বক্তব্য রাখেন যায়যায়দিনের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মোঃ বাহারুল ইসলাম মোল্লা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আল-আমিন শাহীন, কোষাধ্যক্ষ নজরুল ইসলাম শাহজাদা, পাঠাগার সম্পাদক মোশাররফ হোসেন বেলাল,

সদস্য শাহজাহান সাজু, মুজিবুর রহমান খানসহ বিভিন্ন জাতীয় দৈনিকের জেলা প্রতিনিধিসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিগন প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। পরে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

###

যায়যায়দিনের প্রতিষ্ঠাবার্ষিকির আলোচনা সভায় রেজওয়ানুর রহমান বলেন…………..

ফেসবুকে আমরা..