botvনিউজ:
ব্রাহ্মণবাড়িয়ার জেলা সদর হাসপাতালের ডাস্টবিনের ময়লার স্তুপ থেকে উদ্ধার হওয়া সেই নবজাতককে এক নিঃসন্তান দম্পতির হাতে তুলে দেয়া হয়েছে।
মঙ্গলবার সকালে জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান ওই শিশুটিকে জহিরুল ইসলাম ও নারগিস বেগম নামে এক নিঃসন্তান দম্পতির হাতে তুলে দেন।
খোঁজ নিয়ে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার মধ্য মেড্ডার বাসিন্দা মোঃ জহিরুল ইসলাম ও নারগিস বেগম দম্পতির কোনো সন্তান নেই।
তাঁদের কখনো সন্তান হবে না। ব্রাহ্মণবাড়িয়ার স্ট্যান্ডার্ড ব্যাংকের কর্মকর্তা জহিরুল ইসলাম ও কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার একটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নারগিস আক্তার ওই শিশুটিকে নেয়ার ইচ্ছা পোষণ করে।
গতকাল মঙ্গলকার সকালে জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান তাঁর কার্যালয়ে জহিরুল ইসলাম ও নারগিস বেগম দম্পতির হাতে “নবজাতক”কে তুলে দেন। এ সময় সমাজসেবা অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার উপ-পরিচালক মাসুদুল হাসান তাপস, সহকারি পরিচালক মোস্তফা মাহমুদ সারোয়ার উপস্থিত ছিলেন। উল্লেখ্য গত ১ মে রাতে শিশুটিকে পাওয়া যায়।
###