botv নিউজ:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে (২এপ্রিল) সোমবার সকালে আনন্দ র‌্যালি বের হয়। প্রত্যাশী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের উদ্যোগে বের হওয়া র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ

শামছুজ্জামান, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুর রহমান বিল্লাল, নির্বাহী সদস্য সচিব আব্দুল মমিন বাবুল, মুক্তিযোদ্ধা মো. বাহার মিয়া, আখাউড়া প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মো. নুরুন্নবী ভূঁইয়া, এন এস কবির পলাশ মো. মনির হোসেন, জুটন বনিক, কাজী সাফিয়া খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।
###

আখাউড়ায় বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে আনন্দ র‌্যালি

botv নিউজ:

ব্রাহ্মণবাড়িয়ায় রেলওয়ে ষ্টেশনে আন্তঃনগর চারটি ট্রেনের যাত্রা বিরতি সহ ট্রেনের টিকিট কালোবাজারী বন্ধের দাবিতে মানববন্ধন পালিত হয়েছে।  সোমবার সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব চত্বরে জেলা নাগরিক কমিটির উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন চলাকালে জেলা নাগরিক কমিটির সভাপতি ডাঃ বজলুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সাধারন সম্পাদক অ্যাডভোকেট হাবিবুল্লাহ্, জেলা সম্মিলিত সাংস্কৃতি জোটের আহবায়ক আবদুন নূর, প্রেসক্লাবের সাধারন সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী,

ব্রাহ্মণবাড়িয়া শিল্পী সংসদের সভাপতি আল-আমীন শাহীন, নিরাপদ সড়ক চাই জেলা কমিটির সাধারন সম্পাদক সাদেকুর রহমান, মুক্তিযোদ্ধা আশরারুন নবী মোবারক, আইন কলেজের শিক্ষার্থী কাকন আক্তার, জেনি আক্তার প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে ষ্টেশন হচ্ছে দেশের পূর্বাঞ্চলের অন্যতম ব্যস্ত রেলওয়ে ষ্টেশন। এই ষ্টেশন থেকে প্রতিদিন কয়েক হাজার যাত্রী ঢাকা-চট্টগ্রাম-সিলেট সহ দেশের বিভিন্ন প্রান্তে আসা যাওয়া করে। এ অবস্থায় ট্রেনের সংখ্যা কম থাকার পাশপাশি আসন সংখ্যাও বরাদ্ধ কম রয়েছে।

বক্তারা বলেন, এসব সংকটের পরেও প্রতিটি ট্রেনের টিকেট সপ্তাহ খানেক আগেই চোরাকারবারীদের হাতে চলে যাওয়ার কারণে তিনগুন বেশি টাকা দিয়ে ট্রেনের টিকিট ক্রয় করতে হচ্ছে। এতে যাত্রীদের অর্বনীয় দুর্ভোগ পোহাতে হয়।

বক্তারা ঢাকা-চট্টগ্রাম ও সিলেট রেলপথে চলাচল কারী, কালনী এক্সপ্রেস, সূবর্ণ এক্সপ্রেস, উপবন এক্সপ্রেস এবং বিজয় এক্সপ্রেস সহ চারটি ট্রেনের যাত্রা বিরতির দাবি জানান। নতুবা কঠোর আন্দোলনের ঘোষনা দেন।

মানববন্ধনে বিভিন্ন শ্রেনী পেশার মানুষসহ সাধারন মানুষ বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে অংশ গ্রহন করেন।
###

টিকিট কালোবাজারী বন্ধের দাবি ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

ফেসবুকে আমরা..