botvনিউজ:

ভৈরব র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, একটি মাদক ব্যবসায়ী চক্র মাদকদ্রব্য সংগ্রহ করে বিভিন্ন সময় ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার বৈসামোড়া এলাকায় পাইকারি/খুচরা বিক্রয় করে থাকে। এই তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য উক্ত মাদক ব্যবসায়ী চক্রের উপর র‌্যাবের নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী চালানো হয় এবং তথ্যের সত্যতা পাওয়া যায়।

এরই প্রেক্ষিতে ভৈরব র‌্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পরিচালক চন্দন দেবনাথ এবং এএসপি জোনাঈদ আফ্রাদ এর নেতৃত্বে একটি চৌকশ আভিযানিক দল ১৫/০৩/২০১৮ ইং তারিখ রাত ০৮.৪০ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার বৈসামোড়া এলাকার রাজা মারিয়া কান্দি হতে সূবর্ন ব্রিক ফিল্ডের মধ্যে অভিযান পরিচালনা করে মোঃ সাধন মিয়া (২২), পিতা- মোঃ কুদ্দুস মিয়া, সাং- চাওরখলা, থানা- বিজয়নগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া’কে আটক করেন। আটককৃত ব্যক্তির দেহ তল্লাশী করে ২৯৪ পিচ ইয়াবা ট্যাবলেট ও ০১ টি মোবাইল উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১,১৭,৬০০/- টাকা।

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

মাদক ব্যবসায়ী চক্রের উপর র‌্যাবের নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী ।

ফেসবুকে আমরা..