botv- নিউজ

বিশিষ্ট লেখক ও শিক্ষাবিদ ডঃ জাফর ইকবালের উপর হত্যা প্রচেষ্টার প্রতিবাদে, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গতকাল মঙ্গলবার বিকেলে সম্মিলিত সাংস্কৃতিক জোট, ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

স্থানীয় প্রেসক্লাব প্রাঙ্গনে মানববন্ধন চলাকালে জোটের আহবায়ক আবদুন নূরের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাহিত্য একাডেমীর সভাপতি কবি জয়দুল হোসেন, জেলা উদীচীর সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম স্বপন, ব্রাহ্মণবাড়িয়া থিয়েটারের সমন্বয়ক মিজানুর রহমান শিশির, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, অনুশীলন সাংস্কৃতিক কেন্দ্রের সদস্য অ্যাডভোকেট নাসির।

সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন জেলা জাসদ সভাপতি অ্যাডভোকেট আকতার হোসেন সাঈদ, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি কাজী মাসুদ আহমেদ, জেলা ইউনাইটেড কমিউনিস্টলীগের সম্পাদক মতিলাল বনিক, জেলা সিপিবির সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম প্রমুখ।
####

ব্রাহ্মণবাড়িয়ায় সাংস্কৃতিক জোটের মানববন্ধন

botv-নিউজ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের ব্যবসায়িক কার্যক্রমে অচলাবস্থা দেখা দিয়েছে। পূর্ব ঘোষণা ছাড়াই ভারতীয়রা আনা-নেওয়া করতে চাইছেন না বলে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। আটকা পড়েছে ৬০টির মতো ট্রাক। ফলে বিপাকে পড়েছেন বাংলাদেশের ব্যবসায়িরা।
এর আগে অবৈধভাবে পাচার হচ্ছে অভিযোগ তুলে গত এক সপ্তাহ ধরেই মাছ নিচ্ছে না ভারতীয়রা। এ নিয়ে করণীয় বিষয়ে আখাউড়ায় হওয়া এক বৈঠকে পাচাররোধে আরো কঠোর পদক্ষেপ নেয়ার আলোচনার পর রপ্তানিতে আশার আলো দেখা দিলেও এখন নতুন জটিলতা দেখা দিয়েছে।

ব্যবসায়িরা জানান, মূলত বিধান সভার নির্বাচনের ফলাফল ঘোষণার পরবর্তী পরিস্থিতির কারণেই ভারতীয় ব্যবসায়িরা ব্যবসায়িক কার্যক্রম বন্ধ রেখেছেন। তবে কবে নাগাদ ব্যবসায়িক কার্যক্রম চালু করা হতে পারে সে বিষয়েও তারা সুস্পষ্ট করে কিছু বলছেন না।
গত ৩ মার্চ ভারতের ত্রিপুরা রাজ্যের বিধান সভার নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। এতে সিপিআইএম দুর্গের পতন ঘটিয়ে ক্ষমতায় আসে বিজেপি। ফলাফল ঘোষণার পর থেকে সেখানে রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে। রাজ্যের কিছু জায়গায় ১৪৪ ধারাও জারি করা হয়। প্রভাব পড়ে আখাউড়ার ওপারে আগরতলা স্থলবন্দরেও। সেখানকার অনেক ব্যবসায়ি এখন গা-ঢাকা দিয়েছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, গত শনি ও রবিবার অন্য পণ্যও নিবেনা বলে আগে থেকেই বাংলাদেশের ব্যবসায়িদেরকে জানিয়েছেন দেন তাঁরা। তবে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই সোম ও মঙ্গলবার ভারতীয়রা পণ্য না নেয়ায় বাংলাদেশের ব্যবসায়িরা বিপাকে পড়েছেন। আটকা পড়েছে ৬০ ট্রাক ভর্তি বিভিন্ন পণ্য।
আখাউড়া স্থলবন্দরের ব্যবসায়ি মোঃ আব্বাস উদ্দিন ভূঁইয়া বলেন, ‘ভারতীয়রা ঠিক কবে থেকে পণ্য নিবে সে বিষয়েও নিশ্চিত করে কিছু বলছে না। আমরা জানতে পেরেছি নির্বাচন পরবর্তী রাজনৈতিক অস্থিরতার কারণেই ভারতীয়রা পণ্য নিচ্ছে না।’
আখাউড়া স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস জানান, নির্বাচন পরবর্তী পরিস্থিতির কারণে ভারতীয়রা পণ্য আমদানি-রপ্তানিতে অনীহা প্রকাশ করেছেন বলে তিনি জানতে পেরেছেন। তবে বাংলাদেশের ব্যবসায়িরা এ বিষয়ে আনুষ্ঠানিক কিছুই জানায় নি।
###

আখাউড়া স্থলবন্দর অনির্দিষ্টকালের জন্য আমদানি-রপ্তানি বন্ধ

botv নিউজ:

সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় গতকাল মঙ্গলবার থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ১০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু হয়েছে। উপজেলার উত্তর ইউনিয়নের আজমপুর বাজার ও আমোদাবাদ বাজার এবং দক্ষিণ ইউনিয়নের আমতলী বাজারে কার্ডধারিদের মাঝে এ চাল বিক্রি করা হয়। কর্মসূচির আওতায় কার্ডধারি প্রত্যেকে ১০ কেজি করে চাল পাবেন।

আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামান চাল বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ ফারুক ইসলাম. খাদ্য গুদাম কর্মকর্তা তাছলিমা আক্তার, উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হান্নান ভূঁইয়া স্বপন, দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
###

আখাউড়ায় ১০ টাকা কেজি চাল বিক্রি শুরু

ফেসবুকে আমরা..