botv-নিজউ

গতকাল শুক্রবার আইনমন্ত্রী অ্যাডঃ আনিসুল হক এমপির আমন্ত্রণে মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজরিত কসবা উপজেলার বায়েক ইউনিয়নের কোল্লাপাথর শহীদ স্মৃতি পর্যটন কেন্দ্রে ঢাকা থেকে প্রায় ৬০ জন সিনিয়র সাংবাদিকসহ ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া ও কসবা প্রেসক্লাবের শতাধিক সাংবাদিকের মিলন মেলায় পরিনত হয়। এ উপলক্ষে আলোচনা সভা, প্রীতিভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আইনমন্ত্রীর সহকারী একান্ত সচিব এডভোকেট রাশেদুল কাওসার ভূইয়া জীবনের সভাপতিত্বে এবং কসবা প্রেসক্লাব সভাপতি মোঃ সোলেমান খানের পরিচালণায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান অ্যাডঃ মো.আনিসুল হক ভূইয়া, আইন মন্ত্রনালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. রেজাউল করিম, এনটিভি’র সিনিয়র রিপোর্টার হাসান জাবেদ, ল’রিপোর্টারস ফোরামের সভাপতি আশুতোষ সরকার, সাধারণ সম্পাদক মো. আজিজুল ইসলাম বাবু, সাবেক সভাপতি মো. বদিউজ্জামান ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. আবদুল হান্নান। সাংবাদিকগণ তাদের বক্তৃতায় আইনমন্ত্রী আনিসুল হক এমপি’র উন্নয়ন কার্যক্রমসহ আতিথিয়তার ভূয়শী প্রশংসা করেন।

অনুষ্ঠানে কসবা প্রেসক্লাব সভাপতি মো. সোলেমান খান রচিত ‘দ্রোহ’ কাব্যগ্রন্থ আইনমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা ড. রেজাউল করিম, ঢাকা থেকে আগত সিনিয়র ৫ জন সাংবাদিক, উপজেলা চেয়ারম্যান অ্যাডঃ মো. আনিসুল হক ভুইয়া ও আইনমন্ত্রীর সহকারি একান্ত সচিব অ্যাডঃ রাশেদুল কাওসার ভুইয়া জীবন এর হাতে তুলে দেন। অনুষ্ঠানে কসবা পৌর মেয়র মো. এমরান উদ্দিন জুয়েল, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিন সুলতানা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, সহকারি কমিশনার (ভূমি) জুবাইদা আক্তার, কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম আহ্বায়ক এমজি হাক্কানী ও আলহাজ্ব রুহুল আমিন ভুইয়া বকুল, বায়েক ইউপি চেয়ারম্যান আলমামুন ভুইয়া, কায়েমপুর ইউপি চেয়ারম্যান মো. ইয়াকুব আলী ভুইয়া, বিনাউটি ইউপি চেয়ারম্যান অ্যাডঃ মো. ইকবাল হোসেন, মূলগ্রাম ইউপি চেয়ারম্যান মো. ময়নুল হোসেন, গোপীনাথপুর ইউপি চেয়ারম্যান এসএম জাহাংগীর, কসবা প্রেসক্লাব সাধারণ সম্পাদক নেপাল চন্দ্র সাহা ও কসবা পৌর কাউন্সিলর মো. আবু জাহের উপস্থিত ছিলেন।

পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে উপজেলা ভাইস-চেয়ারম্যান শাহীন সুলতানা, উপজেলা ছাত্রলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আপেল মাহমুদ, উপজেলা শিল্পকলা একাডেমীর সংগীত প্রশিক্ষক আবদুর রওফ, মুন্নী সরকার ও দেলোয়ার হোসেন সংগীত পরিবেশন করেন। এ সময় বিপুল সংখ্যক দর্শক ¯্রােতা উপস্থিত ছিলেন।
###

কসবার কোল্লাপাথর স্মৃতিসৌধে সাংবাদিকদের মিলন মেলা

botv নিউজ:

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে স্থানীয় দাউদপুর উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য মোঃ জহিরুল ইসলাম ভূইয়া।

উপজেলা নির্বাহী অফিসার আলী আফরোজের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি অ্যাডঃ লোকমান হোসেন, চান্দুরা ইউপি চেয়ারম্যান শামীউল হক চৌধুরী শামীম, সিঙ্গারবিল ইউপি চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম, চর-ইসলামপুর ইউপি চেয়ারম্যান মোঃ দানা মিয়া, ইছাপুরা ইউপি চেয়ারম্যান জিয়াউল হক বকুল, প্রেসক্লাব বিজয়নগরের সভাপতি মৃনাল চৌধুরী লিটন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জহিরুল ইসলাম ভূইয়া বলেন, বর্তমান সরকার ক্রীড়া বান্ধব সরকার। ক্রীড়ার উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করছে। তিনি বলেন, সুস্থ্য দেহে সুস্থ্য মন। খেলাধূলা মানুষের শরীরকে সতেজ রাখে। খেলাধূলা মানুষকে মাদকসহ যাবতীয় খারাপ কাজ থেকে বিরত রাখে।
উদ্বোধনী খেলায় চর-ইসলামপুর ও সিঙ্গারবিল ইউনিয়ন দল মুখোমুখী হয়। খেলায় চর-ইসলামপুর ১ গোলে জয়লাভ করে।                                                                                                                      ###

র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

botv-নিউজ

শহরের যানজট নিরসনে টি.এ.রোডের উপর নির্মানাধীন “মৌড়াইল রেলওয়ে ওভারপাস”

এর নির্মানকাজ পরিদর্শন করেছেন ব্রাহ্মণবাড়িয়ার অভাবনীয় উন্নয়নের রূপকার, বাংলাদেশ আওয়ামীলীগের কার্য নির্বাহী কমিটির সদস্য, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও জেলা আওয়ামীলীগের সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি ।
গতকাল শুক্রবার বিকেলে তিনি টি.এ.রোডের আশিকপ্লাজার কাছে, কালীবাড়ি মোড় ও মৌড়াইল ডাকবাংলো এলাকায় ওভারকাজের নির্মান কাজ পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি টি.এ.রোডের ব্যবসায়ীদের সাথে কথা বলেন, তাদের খোঁজ-খবর নেন। পরিদর্শনকালে সদর বিআরডিবির চেয়ারম্যান এম.এ. এইচ মাহবুব আলম, কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য মেহেদী হাসান লেলিন, জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শোভনসহ ছাত্রলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
###

ওভারপাসের নির্মানকাজ পরিদর্শন করলেন মোকতাদির চৌধুরী এমপি

ফেসবুকে আমরা..